প্রনিধানযােগ্য যে, নবী করীম (ﷺ) যেমন “সায়্যিদ অনুরুপ তাঁর পবিত্র বংশধরদেরকেও “সায়্যিদ” বলা হয়। স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) তাঁদেরকে “সায়্যিদ" তথা শ্রেষ্ঠত্বের আসনে অধিষ্ঠিত করেছেন।
হাদিস ১ঃ
মুসনাদে ইমাম আহমদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন,
ان الحسن والحسين سيدا شباب أهل الجنة، وان فاطمة الزهراء سيدة نساء العالمين.
অর্থাৎ,“নিশ্চয় হযরত হাসান এবং হযরত হােসাইন (رضي الله عنه)মা হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার আর হযরত ফাতেমাতুজ্ব জাহরা (رضي الله عنه) হচ্ছেন দুনিয়ার সমস্ত মহিলাদের সর্দার।”
[মুসনদে ইমাম আহমদ; কৃত- আল্লামা ইমাম আহমদ ইবনুল হাম্বাল (رحمة الله)]
হাদিস ২ঃ
আমালী কিতাবে মুসনদে ইমাম আহমদের সূত্রে বর্ণিত হয়েছে যে,
عن النبي صلى الله عليه وسلم أنه قال في فاطمة (وإنهالسيدة نساء العالمين)، فقيل يا رسول الله : أهي سيدة نساء عالمها؟، فقالت تلك مريم ابنة عمران، فأما ابنتى فاطمة فهي سيدة نساء العالمين من الأولين والآخرين).
অর্থাৎ,“নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি (ﷺ) হযরত ফাতিমা (رضي الله عنه)'র ব্যাপারে ইরশাদ করেন, নিশ্চয় তিনি (হযরত ফাতিমা (رضي الله عنه)) হচ্ছেন দুনিয়ার সমস্ত মহিলাদের সর্দার। তখন তাঁকে জিজ্ঞাসা করা হল, হে আল্লাহর রাসূল (ﷺ)! তিনি কি শুধু তাঁর যুগের সমস্ত রমনীদের সর্দার? তখন তিনি (ﷺ) ইরশাদ করলেন, (না); বরং এরকম ছিল ইমরান তনয়া মরিয়ম। আর আমার এই কন্যা ফাতিমা হচ্ছেন দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মহিলাদের সর্দার।”
[আমালী]
হাদিস : ৩
আল মুসতাদরিক আল হাকিম এ বর্ণিত হয়েছে যে,
یا فاطمة ألا ترضين أن تكوني سيدة نساء العالمين ، وسيدة نساء هذه الأمة.
অর্থাৎ,“হে ফাতিমা (رضي الله عنه) তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তুমি দুনিয়ার সমস্ত মহিলাদের সর্দার এবং এ উম্মতের সমস্ত রমনীদের সর্দার?
[মুসতাদরিক আল হাকিম; কৃত- আল্লামা ইমাম হাকিম (رحمة الله)]
হাদিস ৪ঃ
وعن عمران بن حصين أن الرسول صلى الله عليه وسلم قال لفاطمة: (أما ترضين أن تكوني سيدة نساء العالمين، قالت: فأين مريم ابنة عمران، قال لها: أي بنية، تلك سيدة نساء عالمها، وأنت سيدة نساء العالمين).
অর্থাৎ, “হযরত ইমরান ইবনু হােসাইন (رضي الله عنه) থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) হযরত ফাতিমা (رضي الله عنه)'কে উদ্দেশ্য করে ইরশাদ করেন, হে ফাতিমা (رضي الله عنه) তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তুমি দুনিয়ার সমস্ত মহিলাদের সর্দার? তখন তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল (ﷺ)! তাহলে ইমরান তনয়া মরিয়মের অবস্থান কোথায়? তখন তিনি (ﷺ) ফাতিমাকে বললেন, হে প্রিয় কন্যা! মরিয়ম আলাইহাস সালাম হচ্ছেন তাঁর যুগের সমস্ত রমনীদের সর্দার। আর তুমি দুনিয়ার সমস্ত মহিলাদের সর্দার।”
আর নবী করীম (ﷺ) হযরত হাসান ও হােসাইন (رضي الله عنه)'কে সন্তান বলেই সম্বোধন করতেন। যেমন, তিনি (ﷺ) হযরত হাসান (رضي الله عنه)'র ব্যাপারে ইরশাদ করেন, ان ابنی هذا سید অর্থাৎ, “আমার এই সন্তান (হাসান (رضي الله عنه)) হচ্ছে সায়্যিদ তথা সর্দার।”
এভাবে হযরত ফাতিমা (رضي الله عنه)'র সুত্র তাঁর দু সন্তান হযরত হাসান ও হযরত হােসাইন (رضي الله عنه)মার সন্তানগণ আওলাদে রাসূল বা রাসূল (ﷺ)'র বংশধর হিসেবে গণ্য এবং কিয়ামত পর্যন্ত আগত রাসূলুল্লাহ (ﷺ)'র সমস্ত বংশধর সায়্যিদ। এজন্য যুগযুগ ধরে সায়্যিদ বলতেই রাসূলুল্লাহ (ﷺ)'র পবিত্র বংশধর হিসেবে বিবেচনা করা হয় এবং তাঁদের যথাযােগ্য মর্যাদায় অভিষিক্ত করা হয।
উলেখ্য, যেহেতু রাসূলুল্লাহ (ﷺ)'র তিনজন পুত্র সন্তানের কেউ জীবিত ছিলেন না, তাই তার সমস্ত বংশধর তাঁর চারজন কন্যার মাধ্যমে বিস্তার লাভ করেছেন।
নিম্মে রাসূলুল্লাহ (ﷺ)'র সন্তানের একটি তালিকা দেয়া হলঃ
তিন পুত্র-সন্তানঃ
১. সায়্যিদুনা হযরত সায়্যিদ কাসেম (رضي الله عنه)। তিনি রাসুলুল্লাহ (ﷺ)'র প্রথম স্ত্রী হযরত খাদীজা বিনতু খুওয়াইলিদ আলকারশী (رضي الله عنه)'র সন্তান। তাঁর নামেই রাসূলুল্লাহ (ﷺ)'র উপনাম আবুল কাসেম' হয়।
২। সায়্যিদুনা হযরত সায়্যিদ আব্দুল্লাহ (رضي الله عنه)। তিনি ও রাসূলুল্লাহ (ﷺ)'র প্রথম স্ত্রী হযরত খাদীজা বিনতু খুওয়াইলিদ আলকারশী (رضي الله عنه)'র সন্তান। তাঁর নামেই রাসূলুল্লাহ (ﷺ)'র উপনাম ‘আত্-ত্বাহির', ‘আত্-ত্বায়্যিব নামেও ডাকা হয়।
৩। সায়্যিদুনা হযরত সায়্যিদ ইব্রাহীম (رضي الله عنه)। তিনি রাসূলুল্লাহ (ﷺ)'র দাসী হযরত মারিয়া আল-কিবত্বিয়্যাহ (رضي الله عنه)'র সন্তান। তাঁর ইন্তিকালের পর কাফিররা যখন রাসূলুল্লাহ (ﷺ) কে নির্বংশ দাবি করেন, তখন আল্লাহ তা'আলা 'সূরা আল-কাউছার' নাযিল করে কাফিরদেরকে নির্বংশ ঘােষণা করেন এবং রাসূলুল্লাহ (ﷺ)'র ওপর আল্লাহ তা'আলার বিশেষ অনুগ্রহ ‘আল-কাউছার'-এর ঘােষণা দেন।
রাসূলুল্লাহ (ﷺ)'র উপরােল্লিখিত তিনপুত্র সন্তানই ছােটকালে ইন্তিকাল করেন।
চার কন্যা-সন্তানঃ
১। সায়্যিদাতুনা হযরত সায়্যিদা জয়নাব (رضي الله عنه)।
২। সায়্যিদাতুনা হযরত রুকাইয়্যা জয়নাব (رضي الله عنه)।
৩। সায়্যিদাতুনা হযরত সায়্যিদা উম্মু কুলছুম (رضي الله عنه)।
৪। সায়্যিদাতুনা হযরত সায়্যিদা ফাতিমা (رضي الله عنه)।
রাসূলুল্লাহ (ﷺ)'র উপরােল্লিখিত চার কন্যা-সন্তানের সকলেই তাঁর প্রথম স্ত্রী হযরত খাদীজা বিনতু খুওয়াইলিদ আলকারশী (رضي الله عنه)'র সন্তান। এঁদের মধ্যে সায়্যিদাতুনা হযরত সায়্যিদা ফাতিমা (رضي الله عنه) রাসূলুল্লাহ (ﷺ)'র বিশেষ প্রিয় ছিলেন এবং তিনি হযরত আলী (رضي الله عنه)'র স্ত্রী ও সায়্যিদুনা হযরত হাসান ও সায়্যিদুনা হযরত হােসাইন (رضي الله عنه)'র মা ছিলেন।
_________________
কিতাব : নবী-বংশের মর্যাদা
লেখক : আল্লামা জালালুদ্দীন সিয়ুতী (رحمة الله)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন