👉(৩১) “যে (ব্যক্তি) কুরআন পড়লো এবং আপন
প্রতিপালকের প্রশংসা করলো, অতঃপর আমার উপর দরূদে পাক
পড়লো, তারপর নিজ প্রতিপালক থেকে ক্ষমা প্রার্থনা করল, তবে
সে মঙ্গলকে সেটার জায়াগা থেকে তালাশ করে নিলো।”
______
তথ্যসূত্র
▪শুয়াবুল ঈমান, ২য় খন্ড, ৩৭৩ পৃষ্ঠা, হাদীস- ২০৮৪
______
👉(৩২) “আমার উপর দরূদ শরীফ পাঠ করে তোমরা
তোমাদের মজলিশ সমূহকে সজ্জিত করো, কেননা তোমাদের
দরূদে পাক পাঠ করা কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে।”
______
তথ্যসূত্র
▪ফিরদৌসুল আখবার, ১ম খন্ড, ৪২২ পৃষ্ঠা, হাদীস- ৩১৪৯
______
👉(৩৩) “জুমা রাত এবং জুমার দিন আমার উপর বেশি
পরিমাণে দরূদ শরীফ পড়ো, কেননা তোমাদের দরূদে পাক
আমার নিকট পেশ করা হয়।”
______
তথ্যসূত্র
▪মুজাম আওসাত, ১ম খন্ড, ৮৩ পৃষ্ঠা, হাদীস- ২৪১
______
👉(৩৪) “জুমার দিন ও জুমার রাতে (অর্থাৎ- বৃহস্পতিবার
ও জুমার মধ্যবর্তী রাতে) আমার উপর বেশি পরিমাণে দরূদ শরীফ
পাঠ করো। কেননা যে এমনটি করবে, আমি কিয়ামতের দিন তার
সুপারিশকারী ও সাক্ষী হবো।”
______
তথ্যসূত্র
▪শুয়াবুল ঈমান, ৩য় খন্ড, ১১১ পৃষ্ঠা, হাদীস- ৩০৩৩
______
👉(৩৫) “যখন বৃহম্পতিবার আসে আল্লাহ্ তাআলা
ফিরিশতাদেরকে প্রেরণ করেন। তাদের নিকট রূপার কাগজ ও
সোনার কলম থাকে, তারা লিপিবদ্ধ করে- কে বৃহস্পতিবার ও
জুমার রাতে আমার উপর বেশি পরিমাণে দরূদ শরীফ পাঠ করে।”
______
তথ্যসূত্র
▪আল ফিরদৌস বিমাসুরিল খাত্তাব, ১ম খন্ড, ১৮৪ পৃষ্ঠা, হাদীস- ৬৮৮
👉(৩৬) “আমার উপর দরূদ শরীফ পাঠ করা পুলছিরাতের
উপর তোমাদের জন্য নূর হবে। যে (ব্যক্তি) জুমার দিন আমার
উপর ৮০ বার দরূদ শরীফ পাঠ করে, তার ৮০ বছরের গুনাহ
ক্ষমা হয়ে যাবে।”
______
তথ্যসূত্র
▪প্রাগুক্ত, ২য় খন্ড, ৪০৮ পৃষ্ঠা, হাদীস- ৩৮১৪
______
👉(৩৭) “যে (ব্যক্তি) আমার উপর জুমার দিন দরূদ শরীফ
পড়বে আমি কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করব।”
______
তথ্যসূত্র
▪জমউল জাওয়ামি লিস্ সূয়ুতী, ৭ম খন্ড, ১৯৯ পৃষ্ঠা, হদীস- ২২৩৫২
______
👉(৩৮) “যে ব্যক্তি জুমার দিন আমার উপর একশত বার
দরূদ শরীফ পাঠ করে, যখন সে কিয়ামতের দিন আসবে, তখন
তারসাথে এমন একটি নূর থাকবে যে, যদি তা সমস্ত সৃষ্টিকে বন্টন
করে দেয়া হয়, তবে তা সবার জন্য যথেষ্ট হবে।”
______
তথ্যসূত্র
▪হিলয়াতুল আউলিয়া, ৮ম খন্ড, ৪৯ পৃষ্ঠা
______
👉(৩৯) “যে (ব্যক্তি) আমার উপর জুমার রাত ও জুমার
দিনে একশ বার দরূদ শরীফ পাঠ করে, আল্লাহ্ তাআলা তার
একশটি হাজত পূরণ করবেন। ৭০টি আখিরাতের আর ৩০টি
দুনিয়ার।”
______
তথ্যসূত্র
▪শুয়াবুল ঈমান, ৩য় খন্ড, ১১১ পৃষ্ঠা, হাদীস- ৩০৩৫
______
👉(৪০) “যে (ব্যক্তি) আমার উপর জুমার দিন ২০০ বার
দরূদ শরীফ পাঠ করে, তার ২০০ বছরের গুনাহ ক্ষমা হয়ে
যাবে।”
______
তথ্যসূত্র
▪জমউল জাওয়ামি লিস্ সূয়ুতী, ৭ম খন্ড, ১৯৯ পৃষ্ঠা)
_______________
কিতাব : যিয়ায়ে দরূদ ও সালাম
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন