যিয়ায়ে দরূদ ও সালাম (৫)

 

দরূদ না পড়ার ক্ষতি সমূহের উপর 

হুযুর পুরনূর ﷺ এর ৮টি বাণী 

______

👉(১) “যে লোক নিজেদের মজলিশ থেকে আল্লাহ্ 

তাআলার যিকির এবং হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

এর উপর দরূদ 

শরীফ পাঠ করা ব্যতীত উঠে যায়, তবে সে দুর্গন্ধময় লাশ থেকে 

উঠল।”

______

তথ্যসূত্র

▪শুয়াবুল ঈমান, ২য় খন্ড, ২১৫ পৃষ্ঠা, হাদীস- ১৫৭০

______

👉(২) “যার কাছে আমার আলোচনা হল, আর সে আমার 

উপর দরূদ শরীফ পড়ল না, তবে সে জান্নাতের রাস্তা ভূলে 

গেল।” 

______

তথ্যসূত্র

▪মুজাম কবীর, ৩য় খন্ড, ১২৮ পৃষ্ঠা, হাদীস- ২৮৮৭

______

👉(৩) “ঐ ব্যক্তির নাক ধূলায় মলিন হোক, যার কাছে 

আমার আলোচনা হল, আর সে আমার উপর দরূদ পাক পড়ল 

না।” 

______

তথ্যসূত্র

▪তিরমিযী, ৫ম খন্ড, ৩২০ পৃষ্ঠা, হাদীস- ৩৫৫৬

______

👉(৪) “যে ব্যক্তির নিকট আমার আলোচনা হল, আর সে 

আমার উপর দরূদ শরীফ পড়ল না, তবে সে লোকদের মধ্যে 

সবচেয়ে কৃপণ ব্যক্তি।” 

______

তথ্যসূত্র

▪মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, ১ম খন্ড, ৪২৯ পৃষ্ঠা, হাদীস- ১৭৩৬

______

👉(৫)“যে সব লোক কোন মজলিশে বসল, আল্লাহ্ 

তাআলার যিকির এবং হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

এর উপর দরূদ 

শরীফ পড়ানো হয় না, ঐ সব লোক কিয়ামতের দিন যখন তাদের 

পরিণাম দেখবে তবে তাদের উপর চরম অনুশোচনা সৃষ্টি হবে। 

যদিও তারা জান্নাতে প্রবেশ করে।”

______

তথ্যসূত্র

▪প্রাগুক্ত, ৩য় খন্ড, ৪৮৯ পৃষ্ঠা, হাদীস- ৯৯৭২

______

👉(৬) “যে (ব্যক্তির) নিকট আমার আলোচনা হল, আর সে 

আমার উপর দরূদ শরীফ পড়ল না, তবে সে জুলুম করল।” 

______

তথ্যসূত্র

▪মুসান্নিফে আবদুর রাজ্জাক, ২য় খন্ড, ১৪২ পৃষ্ঠা, হাদীস- ৩১২৬

______

👉(৭) “যে (ব্যক্তির) নিকট আমার আলোচনা হল, আর সে 

আমার উপর দরূদ শরীফ পাঠ করল না, সে নিশ্চিত দূর্ভাগা হয়ে 

গেল।” 

______

তথ্যসূত্র

▪আমলুল ইয়াউম ওয়াল লাইলাতি ইবনিস সুন্নী, ৩৩৬ পৃষ্ঠা, হাদীস- ৩৮১

______

👉(৮) “যে সব লোক কোন মজলিশে বসে, আর তাতে 

আল্লাহ্ তাআলার যিকির করল না এবং তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

 এর উপর দরূদ শরীফও পাঠ করল না, কিয়ামতের দিন তার 

ঐ মজলিশ তাদের আফসোসের কারণ হবে(আল্লাহ্ তাআলা) 

চাইলে তবে তাদেরকে আযাব দিবে, নতুবা ক্ষমা করে দিবে।” 

______

▪তিরমিযী, ৫ম খন্ড, ২৪৭ পৃষ্ঠা, হাদীস- ৩৩৯১

_______________

কিতাব : যিয়ায়ে দরূদ ও সালাম 

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন