জুমু'আর খােতবা শুনা ওয়াজিব কিনা?

 


প্রশ্ন : জুমু'আর খােতবা শুনা ওয়াজিব কিনা? আর ওয়াজিব হলে প্রথম খাতবা শুনা, না সানী খােতবা শুনা? না উভয় খােতবা শুনা ওয়াজিব? দয়া করে জানাবেন কি?

উত্তর : নামাযে জুমু'আর জন্য মতলক খােতবা প্রদান করা শর্ত বা ওয়াজিব। তবে দুই খােতবা পাঠ করা সুন্নাতে মুয়াক্কাদা এবং উপস্থিত মুসল্লীদের জন্য উভয় খােতবা নীরবে শুনা ওয়াজিব। তাই উভয় খােতবা এভাবে শুনতে হবে যেন শ্রোতাদের মনােযােগ শুধু খােতবার দিকে থাকবে। আর উভয় খােতবা প্রদানকালীন উপস্থিত ও মুসল্লীদের জন্য সুন্নাত-নফল ওয়াজিব নামায আদায় করা, মৌখিক শব্দ করে কোন দু'আ-কালাম এমনকি কোরআন তিলাওয়াত করা নিষিদ্ধ। কোন কোন মুসল্লী দ্বিতীয় খোতবা চালাকালীন ক্ববলাল জুমু'আ সুন্নাত আদায় করে, তা অজ্ঞতা বশত; শরীয়তে এর অনুমতি নেই; বরং নিষিদ্ধ। (ফতহুল ক্বদীর ও রদ্দুল মুহতার ইত্যাদি।যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ২০১, কৃত: অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান)।


Post a Comment

নবীনতর পূর্বতন