যার জন্য জানাযার নামায পড়া যাবে না

 

যার জন্য জানাযার নামায পড়া যাবে না

من لايصلى عليه صلوٰة الجنازة

(১)        الكافر بالاسلام- سواء كان على دين سماوى او مرتد عن الاسلام ومن الردة اعتقاد المسلم صلاح غير الاسلام كنظام لحياة البشر.


(২)        قاتل والديه او احدهما اهانة له .



(৩)        قطاع الطرق . (৪) والبغاة . (৫) واهلا لعصبة .



الذين يعين احدهم قومه على الظلم – والذى يغضب لعصبة الباطل فانه يموت ميتة جاهلية اماقاتل النفس المنتحصر فيصلى عليه على الارحج.



১)        ইসলামের অস্বীকারকারী- সে আসমানী যে কোন ধর্মাবলম্বী হউক কিংবা ইসলাম ত্যাগী হউক ; ধর্মত্যাগী হওয়া মানে- কোন মুসলমানের অনৈসলামিক কার্যাবলীতে পরিশুদ্ধির বিশ্বাস রাখা। যেমন- মানব জীবনের শৃংখলা।



২)        মাতা-পিতার হত্যাকারী বা যে কোন একজনের হত্যাকারী। তাকে অপমানিত করার উদ্দেশ্যে।



৩)        ডাকাত।



৪)        রাষ্ট্রদ্রোহী।



৫)        এমন দু’টি ধ্বংসকারী দল যাদের জালেম স¤প্রদায়কে সহযোগিতা করে দ্বিতীয় দল বাতিলের প্রতি রাগান্বিত এ জন্যে যে সে জাহিল হয়ে মৃত্যুবরণ করে। আত্মহত্যাকারীর জানাযা নিম্ন শ্রেণীর লোক পড়াবে ; যাতে শিক্ষা হাসিল করে।

__________________

কুররাতুল উয়ুন লিমানিল মুমিনুনাল মুখলিছুন

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (رحمة الله)

অনুবাদ: এম. এম. মহিউদ্দীন

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন