সায়্যিদুনা জাবের বিন সামুরা (رضي الله عنه)'র আক্বিদা
নবুওয়াত প্রকাশের পূর্বে পাথরের সালাম করাঃ-
❏সায়্যিদুনা জাবির বিন সামুরা (رضي الله عنه) বর্ণনা করেন, রাসূলে পাক (ﷺ) ইরশাদ করেন-
إِنِّي لَأَعْرِفُ حَجَرًا بِمَكَّةَ كَانَ يُسَلِّمُ عَلَيَّ قَبْلَ أَنْ أُبْعَثَ إِنِّي لَأَعْرِفُهُ الْآنَ
-‘‘আমি মক্কায়ে মুর্কারামার ঐ পাথরকে চিনি যা নবুয়ত প্রকাশের পূর্বে আমাকে সালাম করতো। এ পাথরকে আমি এখনো চিনি।’’ ২৪৩
{২৪৩. সহীহ মুসলিম শরীফ, ৪/১৭৮২পৃ. হা/২২৭৭, ফাযায়েল অধ্যায়, পরিচ্ছেদ: بَابُ فَضْلِ نَسَبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتَسْلِيمِ الْحَجَرِ عَلَيْهِ قَبْلَ النُّبُوَّةِ। ইমাম খতিব তিবরিযি, মিশকাত, ৩/১৬২৯ পৃ. হা/৫৮৫৩, পরিচ্ছেদ: بَاب عَلَامَات النُّبُوَّة}
আক্বিদা
নুবুওয়াত প্রকাশের পূর্বে পাথর জানতো যে, তিনি (ﷺ) আল্লাহর রাসূল। এবং যে সব ব্যক্তি এই আক্বিদা পোষণ করে যে, “নাবী কারিম (ﷺ) চলিশ বছর পর অবগত হলেন যে, তিনি আল্লাহর রাসূল।” স্পষ্টত তারা ভ্রান্ত ও ভুলের মধ্যে রয়েছে।
এটাও বুঝা গেল যে, রাসূল (ﷺ) জড় বস্তুর আওয়ায শুনেন এবং নুবুওয়াত প্রকাশের পূর্বেই শুনেছেন। আর এটা ইরহাসাতের অন্তর্ভুক্ত। ব্যাখ্যাকারগণ বলেছেন, পাথরটি ছিল “হাজারে আসওয়াদ”।
❏কবি বলেন-
بهتر كريں سلام اور شجر كر يں
معلوم ان كا مرتبہ كيا ہم بشر كر يں
-“পাথর এবং গাছপালা তাঁকে সালাম করে
আমাদের (মানুষের) উচিত তাঁর মর্যাদা কত তা উপলব্ধি করা।’’
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন