হাত মুবারক

 

হাত মুবারকঃ-


সায়্যিদুনা জাবির বিন সামুরা (رضي الله عنه) বর্ণনা করেন যে, একদা আমি রাসূল (ﷺ)’র পেছনে যুহরের নামায আদায় করলাম। অতঃপর তিনি হুজ্রা মুবারকে যাচ্ছিলেন, আমিও তাঁর সাথে গেলাম।


ইত্যবসরে আমাদের সামনে কিছু বাচ্চা আসল। রাসূল (ﷺ) তাদের মুখমন্ডলে হাত মুবারাক মালিশ করলেন। তারপর আমার মুখমন্ডলে তাঁর হাত মুবারাক মালিশ করলেন,


فَوَجَدْتُ لِيَدِهِ بَرْدًا أَوْ رِيحًا كَأَنَّمَا أَخْرَجَهَا مِنْ جُؤْنَةِ عَطَّارٍ


-‘অতঃপর আমি তাঁর (ﷺ)’র হাত মুবারাক থেকে এমন ঠান্ডা এবং সুগন্ধি অনুভব করলাম, যেন তাঁর হাত মুবারাক আতরের ডিবি থেকে বের করলেন।’  ২৪৪


{২৪৪.


ক. সহীহ মুসলিম শরীফ, ৪/১৮১৪ পৃ. হা/২৩২৯, পরিচ্ছেদ: بَابُ طِيبِ رَائِحَةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلِينِ مَسِّهِ وَالتَّبَرُّكِ بِمَسْحِهِ


খ. খতিব তিবরিযি, মিশকাত শরীফ, ৩/১৬১২পৃ: হা/৫৭৮৯, পরিচ্ছেদ: بَابِ أَسْمَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصِفَاته।}



আক্বিদা


নবী পাক (ﷺ)’র আপাদমস্তক মু‘জিযা ছিল। তাঁর শরীর মুবারাক ছিল উপমাহীন এবং দৃষ্টান্তহীন। তাঁর (ﷺ)’র পবিত্র শরীর মুবারক থেকে সুগন্ধি বের হত, এটা তাঁর স্বভাবগত বৈশিষ্ট্য।  ২৪৫

{২৪৫. শরহে মুসলিম নববী, ২য় খণ্ড, পৃ: ২৫৬।}


❏বুখারী শারিফের ব্যাখ্যাকার আল্লামা কাস্তাল্লানী এবং আল্লামা মুহাম্মদ বিন আবদুল বাকী (رحمة الله) রাসূলে আকরাম (ﷺ)’র সম্মানিত আম্মাজান আমেনা (رضي الله عنه)’র ইরশাদ মুবারক নকল করেন এভাবে-


قَالَتْ ثُمَّ نَظَرْتُ إِلَيْهِ فَإِذَا بِهِ كَالْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ وَرِيْحُهُ يَسْطَعُ كَالْمِسْكِ الْإَذْفَرِ


-“হযরত আমেনা (رضي الله عنه) বলেন, যখন হুজুর (ﷺ)’র বেলাদত মুবারক হল, তখন আমি দেখেছি যে, তাঁর সৌন্দর্য এবং শোভা এমন ছিল যেন, চৌদ্দ তারিখের পূর্ণিমার চাঁদ। আর তাঁর শরীর মুবারক থেকে এমন সুগন্ধি বের হত, যেন অতি উত্তম কস্তুরীর থেকে বের হয়।  ২৪৬


{২৪৬. মাওয়াহিবুল্লা দুন্নিয়া, ১ম খণ্ড, পৃ: ৭৭, ইমাম যুরকানী আ’লাল মাওয়াহিব, ১ম খণ্ড, পৃ: ২১৫।}


____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন