* কুরবানি করার সময় ১০ যুলহাজ্জ-এর সুবহে সাদিক থেকে ১২ যুলহাজ্জ সূর্যাস্ত পর্যন্ত। অর্থাৎ তিনদিন, দুই রাত। এ দিনগুলোকে ‘আইয়্যামে নাহর’ বলা হয়। আর ১১ যুলহাজ্জ থেকে ১৩ যুলহাজ্জ পর্যন্ত তিনদিনকে ‘আইয়্যামে তাশরিক’ বলা হয়। সুতরাং মাঝের দুইদিন ‘আইয়্যামে নাহর’ ও ‘আইয়্যামে তাশরিক’ উভয়টি-ই। আর প্রথমদিন অর্থাৎ ১০ যুলহাজ্জ শুধুমাত্র ‘আইয়্যামে নাহর’ এবং শেষের দিন অর্থাৎ ১৩ যুলহাজ্জ শুধুমাত্র ‘আইয়্যামে তাশরীক্ব’। ৫৯
৫৯ - বাহারে শরীয়ত, ১৫তম খন্ড; দুররে মুখতার।
‘আইয়্যামে নাহর’-এর প্রথম দিন তথা ১০ যুলহাজ্জ কুরবানি করাই সর্বোত্তম। এরপর ১১, এরপর ১২ যুলহাজ্জ-এর মর্যাদা। ৬০
৬০ - বাহারে শরীয়ত, ১৫তম খন্ড।
* যার উপর কুরবানি করা ওয়াজিব সে ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে কুরবানি দিতে না পারলে, পরে কুরবানির পশুর মূল্যের সমান সদকা করবে।
_________________
কুরবানি (ঐতিহাসিক প্রেক্ষাপট ও আহকাম)
গ্রন্থনা ও সংকলন:
মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
অধ্যক্ষ, জামি‘আ-এ-‘ইলমে মদীনা, নেত্রকোণা
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন