হুযূর সৈয়্যদে ‘আলম (ﷺ) -এর শাহজাদীগণের মাঝে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কে ছিলেন?


❏ প্রশ্ন-৪১: হুযূর সৈয়্যদে ‘আলম (ﷺ) -এর শাহজাদীগণের মাঝে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কে ছিলেন?

✍ উত্তর: শাহজাদীগণের মাঝে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন হযরত যয়নব বিনতে মুহাম্মদ ।ইবনে ইসহাক মতে, তাঁর জন্ম হুযূর পাক(ﷺ)-এর বিলাদত শরীফের ত্রিশতম বৎসরে হয়েছিল। যুবতী হওয়ার পর লক্বীত আবুল আস ইবনুর্ রবী’র সঙ্গে তাঁর বিবাহ হয়। পরবর্তীতে হযরত হযরত যয়নব (رضى الله تعالي عنها) মদিনা শরীফে হিজরত করেন। আবুল আস্ কাফির থাকার কারণে তারা পৃথক হয়ে যান। কয়েক বছর পর আবুল আস মদিনা মুনাওয়ারায় গিয়ে ইসলাম গ্রহণ করেন। তাই মোস্তফা (ﷺ)   তাঁদের পূর্বের বিবাহ বহাল রেখে কিংবা নতুন করে নিকাহ দ্বারা হযরত আবুল আস (رضى الله تعالي عنه)-এর নিকট সোপর্দ করেন। অতঃপর তাঁদের সংসারে আলী নামক এক পুত্র এবং উমামাহ নামী এক কন্যা জন্মগ্রহণ করেন। আলী ইবনে যয়নব বাল্যকালে ইন্তিকাল করেন এবং উমামাহ জীবিত ছিলেন। খাতুনে জান্নাত হযরত ফাতিমা যাহরা (رضى الله تعالي عنها)-এর ইন্তিকালের পর তাঁর অসিয়ত মোতাবেক হযরত আলী (رضى الله تعالي عنه) তাঁকে বিবাহ করেন এবং তাঁর গর্ভে মুহাম্মদ আওসত নামে এক পুত্র জন্মগ্রহণ করেন কিন্তু জীবিত ছিলেন না। হযরত যয়নব (رضى الله تعالي عنها) ৮ম হিজরীতে ইন্তিকাল করেন। হযরত সওদা বিনতে যাম‘আহ (رضى الله تعالي عنها), উম্মে সালামা (رضى الله تعالي عنها), উম্মে আইমন (رضى الله تعالي عنها) এবং উম্মে আতিয়াহ আনসারী (رضى الله تعالي عنها) প্রমূখ তাঁকে গোসল দেন। পবিত্র হাদীস দ্বারা একথা স্পষ্ট যে, হুযূর   ধৌতকারী মহিলাদেরকে সন্বোধন করে বলেন, তাঁকে তিনবার কিংবা  পাঁচবার ধৌত কর। হাদীস বর্ণনাকারী উম্মে আতিয়া বলেন, গোসল শেষে আমি খবর দিলাম যে, গোসল সম্পন্ন হয়েছে। তখন হুযূর (ﷺ) নিজের লুঙ্গী মুবারক দিয়ে বললেন যে, এটা কাফনের সঙ্গে বরকতের উদ্দেশ্যে দিয়ে দাও। অতঃপর তাঁকে কাফনের ব্যবস্থা এবং জানাযার নামাযের পর দাফন করা হয়। হুযূর মোস্তফা (ﷺ)   স্বয়ং নিজেই তাঁকে কবরে রাখেন। তখন যয়নব-এর বয়স বিশ কিংবা একুশ বছরের কাছাকাছি হয়েছিল।

_________________

কিতাবঃ ফতোয়ায়ে আজিজি (২য় খন্ড)

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন