নবী করীম (ﷺ) এর নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো থেকে কিছু আমাদেরকে বর্ণনা


নবী করীম (ﷺ) এর অগণিত নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম- তিনি নবীদের মধ্যে সর্বশেষ ও সর্বোত্তম নবী। সর্বপ্রথম পুনর্জীবনের অধিকারী। তিনি প্রথমে জান্নাতের দরজায় করাঘাত করবেন ও জান্নাতে প্রবেশ করবেন। সর্বপ্রথম সুপারিশকারী ও সুপারিশ গৃহীত ব্যক্তিত্ব। মানব-দানব উভয় জাতির কাছে রাসুল হিসেবে প্রেরিত। নিশ্চয় আল্লাহ তা‘আলা তাঁর জীবনের শপথ করেছেন। তাঁর অন্তর ঘুমায় না। তিনি সামনে-পিছনে ও অন্ধকারে দেখেন। তাঁর ছায়া ছিল না।



 وَمِنْهَا رَمَةُ الْكُفَّارِ فِىْ بَدْرٍ وَحُنَيْنٍ بِقَبْضَةٍ مِنْ تُرَابٍ، فَأَمْتَلَائَتْ اَعْيُنُهُمْ فَهُزِمُوْا، وَمِنْهَا مَسْحُهُ بِيَدِه الْكَرِيْمَةِ عَلٰى ضَرْعٍ شَاةٍ حَائِلٍ فَدَرَّتْ مِنْ حِيْنِهَا اِلٰى غَيْرِ ذٰلِكَ مِنَ الْمُعْجِزَاتِ الَّتِىْ لَاتَدْخُلُ تَحْتَ حَصْرٍ.



اُذْكُرْ لَـنَا بَعْضًا مِنْ خَصَائِصِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟


مِنْ خَصَائِصِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَوْنُهُ خَاتَمَ الْاَنْبِيَاءِ وَاَفْضَلَهُمْ وَاَوَّلَ مَنْ تَنْشَقُّ عَنْهُ الْاَرْضُ. وَيَقْرَعُ بَابَ الْجَنَّةِ وَيَدْخُلُهَا وَاَوَّلَ شَافِعٍ وَاَوَّلَ مُشَفَّعٍ اَىْ تُجَابُ شَفَاعَتُهُ وَرَسُوْلًا اِلٰى الثَّقَلَيْنِ اَىْ اَلْاِنْسِ وَالْجِنِّ وَاَنَّ اللهَ تَعَالٰى اَقْسمَ بِحَيَاتِهِ وَلَا يَنَامُ قَلْبُهُ وَيَرٰى مَنْ خَلْفَهُ وَيُبْصِرُ فِى الظُّلْمَةِ وَلَا ظِلَّ 



❏ আল্লাহ তা‘আলার বাণী,‘তাঁদের (ঈমানদার পুরুষ ও নারী) সম্মুখভাগে ও ডান পাশের্ব তাদের আলো ও জ্যোতি ছুটোছুটি করছে।৬১


❏ আল্লাহ তা‘আলা আরো বলেন, ‘এবং আল্লাহর আদেশক্রমে তাঁর প্রতি আহবানকারী আর আলোকোজ্জ্বলকারী প্রদীপরূপে।’৬২



তাঁর পবিত্র শরীরে মশা-মাছি অবস্থান করত না। ইত্যাদি।


__________________


৬১. আল-কুরআন,  সূরা হাদীদ, আয়াত: ১২


৬২. আল-কুরআন,  সূরা আহযাব, আয়াত: ৪৬

__________________

আকাইদুল ইসলাম (ইসলামী আকাইদ)

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (رحمة الله)

অনুবাদঃ মুহাম্মদ আবদুল অদুদ

মাওলানা মুহাম্মদ কামাল উদ্দীন


সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন