❏ প্রশ্ন-১: ‘তাওহীদে উলূহিয়্যাত’ বা আল্লাহ'র একত্ববাদের ওপর ঈমান আনার মমার্থ ও উদ্দেশ্য কি? বর্ণনা কর।
✍ উত্তর: আল্লাহ্ তা‘আলাকে প্রকৃত মাবুদ, একমাত্র উপাস্য হিসেবে মান্য করা, আল্লাহ্ পাককে এক ও অদ্বিতীয় জানা, যার কোন অংশীদার নেই, একথা মনে-প্রাণে বিশ্বাস করা- প্রথম ফরয ও ঈমানের মূলভিত্তি। যেহেতু আল্লাহ্ এক, তাঁর কোন শরীক নেই। না সত্তায়, না গুণাবলীতে, এমনকি তাঁর নামে, কর্মে, আদেশে ও রাজত্বে,বাদশাহীতে সকল ক্ষেত্রে তিনি একক। এতে কারো অংশীদারিত্ব নেই। আল্লাহ্ তা‘আলা প্রত্যেক সৌন্দর্য ও উৎকর্ষতার পরিপূরক। তাঁর সকল গুণাবলী সম্পূরক। তিনি যে কোন ধরনের দোষ-ত্রুটি থেকে পবিত্র। দোষ-ত্রুটি তাঁর মধ্যে পাওয়া অসম্ভব। বরং যেসব বিষয় সম্পূরক নয়, ত্রুটি মুক্তও নয়- সেটাও তাঁর সত্তায় অসম্ভব। কোন বিষয়ে কেউ তাঁর শরীক নেই। ঐ মহান সত্তা প্রত্যেক বস্তুর ওপর ক্ষমতাবান। তিনি প্রত্যেক সম্ভাব্যের ওপর ক্ষমতা রাখেন। কোন সম্ভাব্য বস্তু তাঁর ক্ষমতা বর্হিভূত নহে। তাঁরই ক্ষমতা প্রত্যেক অস্তিত্বশীল ও অস্তিত্বহীন সকল বস্তুর ওপর বিরাজমান। এমনকি কোন নশ্বর ও সম্ভাব্য বস্তুও তাঁর ক্ষমতার বর্হিভূত নহে। অর্থাৎ আল্লাহ'র পক্ষে সবই সম্ভব। সম্ভব নয় এমন কিছু থেকে আল্লাহ্ জাল্লা শানুহু পবিত্র। আর অসম্ভব বলতে যা কখনো অস্তিত্বে আসে নাই।
_________________
কিতাবঃ ফতোয়ায়ে আজিজি (২য় খন্ড)
রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন