ঈমান, আমল ও ইবাদতে সমমর্যাদা


ইসলামে ঈমান, আমল ও ইবাদতেও নর-নারীকে সমানভাবে গুরুত্ব দেয়া হয়েছে। আল্লাহ, ফেরেশতা, আসমানী কিতাব, সকল নবী-রাসূল, পরকাল, তাকদীর, মৃত্যুর পর পুণঃজীবনলাভ, জান্নাত, জাহান্নাম, কবর আযাব ইত্যাদি ঈমান-আকীদা এবং নামায, রোযা, হজ্ব, যাকাতসহ যাবতীয় আমল-ইবাদতের বেলায়ও নারী-পুরুষ সমানভাবে আদিষ্ট। ঈমান, আমল ও ইবাদত দ্বারা অনেক সময় একজন নারী একজন পুরুষকেও অতিক্রম করে যেতে পারে। আল্লাহর কাছে উত্তম কর্ম তথা ইবাদতই গ্রহণযোগ্য। পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে-


الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا


তিনিই আল্লাহ, যিনি মৃত্যু ও জীবন সৃজন করেছেন যেন তোমাদের কার কর্ম উত্তম তা জেনে নিতে পারেন। ৩৩


৩৩.সূরা মূলক, আয়াত: ২


 


কুরআন-হাদিসে যেসব স্থানে আদেশ-নিষেধ সূচক শব্দে কিংবা যেসব শব্দ দ্বারা বিধি-বিধান আবশ্যক হয় তা যদিও পুংলিঙ্গ ব্যবহৃত হয়েছে তবুও তাতে স্ত্রী লিঙ্গ নিহিত রয়েছে। অলংকার শাস্ত্রের নিয়ামানুযায়ী তাগলীবের ভিত্তিতে পুংলিঙ্গ ব্যবহার হয়েছে মাত্র। নতুবা বিধি-বিধানের ক্ষেত্রে উভয় অন্তর্ভূক্ত। অতএব, ইসলাম ঈমান, আমল ও বিধি-বিধানের ক্ষেত্রে নারীকে পুরুষের সমমর্যাদায় আসীন করেছে। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে নারীর প্রকৃতিগত কারণে এবং নারীর স্বার্থে কিছুটা ব্যতিক্রম পরিলক্ষিত হয় যা পরে আলোচনা করা হবে।

___________

কিতাব: নন্দিত নারী

লেখক: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম।

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন