হুযূর মোস্তফা (ﷺ)-এর বাঁদী বা ক্রীতদাসী কতজন ছিলেন এবং তাঁদের নাম কি ছিল ?

 

❏ প্রশ্ন-৩৪: হুযূর মোস্তফা (ﷺ)-এর বাঁদী বা ক্রীতদাসী কতজন ছিলেন এবং তাঁদের নাম কি ছিল ?

✍ উত্তর: হুযূর মোস্তফা (ﷺ)-এর চারজন ক্রীতদাসী ছিলেন। যথা:

১. মারিয়াহ কিব্তিয়াহ (رضى الله تعالي عنه)। তাঁর গর্ভে হযরত ইবরাহীম (رضى الله تعالي عنه) জন্মগ্রহণ করেন।


২. রাইহানা (رضى الله تعالي عنه)।


৩. জামিলা (رضى الله تعالي عنه) এবং


৪. চতুর্থ জনের নাম উল্লেখ করা হয়নি।



বর্ণিত আছে যে, তবে উক্ত ক্রীতদাসীকে হযরত যয়নব বিনতে জাহাশ (رضى الله تعالي عنها) হুযূর সৈয়্যদে ‘আলম  (ﷺ)কে হাদিয়া দিয়েছিলেন।

_________________

কিতাবঃ ফতোয়ায়ে আজিজি (২য় খন্ড)

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন