কিয়ামতে সহায়-সম্বলহীন কে?


হাদীস শরীফে বর্ণিত আছে: ছরকারে নামদার, মদীনার তাজদার, রহমতের ভান্ডার, রাসুলদের সরদার صلى الله عليه وسلم সাহাবায়ে কিরাম رضى الله تعالى عنه কে জিজ্ঞাসা করে ইরশাদ করেছেন: “তোমরা কি জানো, গরীব কে? সাহাবা কিরাম رضى الله تعالى عنه আরয করলেন: “ইয়া রাসূলাল্লাহ্ صلى الله عليه وسلم আমাদের মধ্যে গরীব তো সে-ই, যার নিকট দিরহাম (টাকা-পয়সা) ও পার্থিব মাল-সামগ্রী নেই।” তখন হুযুর صلى الله عليه وسلم  ইরশাদ করলেন: “আমার উম্মতের মধ্যে সর্বাপেক্ষা গরীব হচ্ছে ওই ব্যক্তি, যে কিয়ামতের দিন নামায, রোযা, যাকাত নিয়ে আসবে, কিন্তু সাথে সাথে এটাও আসবে, সে কাউকে গালিও দিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছে, কাউকে খুন করেছে, কাউকে মেরেছে, তারপর ওইসব গুনাহের পরিবর্তে তার নেকীগুলো নিয়ে নেয়া হবে। অতঃপর, যখন তার নেকীগুলো শেষ হয়ে যাবে, অথচ প্রাপক আরো প্রাপ্য পাবে, তখন ওইসব মযলুমের গুনাহ্ নিয়ে বিনিময় হিসেবে তাকে অর্থাৎ যালিমকে অর্পণ করা হবে। তারপর ওই যালিম লোকটিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।” (সহীহ মুসলিম, ১৩৯৪ পৃষ্ঠা, হাদীস-২৫৮১)।

_______________

কিতাব : ফয়যানে সুন্নাত

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন