আল্লাহ সম্পর্কিত আকিদা

 

আল্লাহ সম্পর্কিত আকিদা


❏ শারে’ (عليه السلام) তথা আইন প্রণেতা কর্তৃক সর্বপ্রথম কোন বস্তুটি ফরয করা হয়েছে❓


শারে’ (عليه السلام) সর্বপ্রথম মহান স্রষ্টা আল্লাহ্ তা‘আলার পরিচিতি ফরয করেছেন। যিনি সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা।



❏ মহান স্রষ্টা আল্লাহ তা‘আলা সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা এর প্রমাণ কি❓


আল্লাহ্ তা‘আলা যে সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা এর প্রমাণ হলো নিশ্চয়ই পৃথিবী সৃজিত। প্রত্যেক সৃষ্টির জন্য অবশ্যই স্রষ্টা আবশ্যক। এর দলীল! নিশ্চয় ‘আলম বা জগত (আল্লাহ্ ছাড়া সব কিছু) সৃষ্টি। প্রত্যেক সৃষ্টির জন্যে একজন স্রষ্টা আবশ্যক। সম্মানিত রাসূলগণ   আমাদেরকে এ মর্মে নির্দেশনা দিয়েছেন যে, সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা প্রজ্ঞাময় মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তা‘আলা।



❏ মহান সত্তা আল্লাহ'র পরিচয় লাভ করা আমাদের পক্ষে কি সম্ভব❓


আল্লাহ্ তা‘আলার পরিচয় লাভ করা আল্লাহ্ ব্যতীত অন্য কারো পক্ষে সম্ভব নয়। প্রত্যেকটি খেয়াল বা ধারণা যা তোমার অন্তরে জাগ্রত হয়, পক্ষান্তরে আল্লাহ্ তা‘আলা তার সম্পূর্ণ বিপরীত।



❏ আল্লাহ্ তা‘আলার ক্ষেত্রে বান্দার ওপর কি কি ওয়াজিব❓ সংক্ষিপ্তাকারে বর্ণনা কর।


সংক্ষিপ্তভাবে আল্লাহ্ তা‘আলার ক্ষেত্রে বান্দার ওপর ওয়াজিব হলো, তিনি সকল পরিপূর্ণ গুণে গুণান্বিত।



❏ আল্লাহ্ তা‘আলার ক্ষেত্রে বান্দার ওপর কি কি ওয়াজিব❓বিস্তারিতভাবে বর্ণনা কর।

__________________

আকাইদুল ইসলাম (ইসলামী আকাইদ)

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (رحمة الله)

অনুবাদঃ মুহাম্মদ আবদুল অদুদ

মাওলানা মুহাম্মদ কামাল উদ্দীন


সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন