হযরত সায়্যিদাতুনা খাদিজাতুল কুবরা (رضى الله تعالي عنها) সঙ্গে বিবাহ এবং তাঁর সিরিয়া সফর কখন হয়?

 

❏ প্রশ্ন-২৬: হযরত সায়্যিদাতুনা খাদিজাতুল কুবরা (رضى الله تعالي عنها) সঙ্গে বিবাহ এবং তাঁর   সিরিয়া সফর কখন হয়?

✍ উত্তর: হুযূর (ﷺ) তিনবার সিরিয়া সফর করেন। প্রথমবার তাঁর ১৩ বছর বয়সে চাচা আবু তালেব যখন সিরিয়া সফরের উদ্দেশ্যে বের হচ্ছিলেন, তখন দু’জাহানের বাদশাহ হুযূর   তার উটের লিগাম ধরে বলতে লাগলেন যে, আমাকে একা রেখে কেন চলে যাচ্ছেন? এখানে আমার মা-বাবা তো কেউ নেই। আবু তালেব দয়া পরবশ হয়ে তাঁকে সফরে সঙ্গে নিয়ে যান। পথিমধ্যে বুহাইরা নামক একজন পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হয়।


মোদ্দাকথা, হযরত খাদিজাতুল কুবরা (رضى الله تعالي عنها)-এর সাথে চার শত দিনার মোহর নির্ধারণ করে তাঁর   বিবাহ সম্পন্ন হয়। তখন হুযূর-এর বয়স ২৫ বছর এবং খাদিজাতুল কুবরা (رضى الله تعالي عنها)-এর বয়স ৪০ বছর।

_________________

কিতাবঃ ফতোয়ায়ে আজিজি (২য় খন্ড)

রচনায়ঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন