৩২. দেওবন্দের অন্যতম শায়খুল হাদিস হুসাইন আহমদ মাদানী সাহেব স্বীয় গ্রন্থ ‘আস শিহাবুস সাকিব’ এর ২৭০ পৃষ্ঠায় লিখেন-
غرضيكہ حقيقت محمد صلى الله عليہ وسلم التحية واسطہ جملہ كمالات عالم عالميان ہے يہ هی معنى لولاك لما خلقت الافلاك اور اول ما خلق الله نورى اور انا نبى الانبياء كے ہیں -
-‘‘মোট কথা হলো সমস্ত কায়েনাত বা আলম হাকীকতে মুহাম্মদী তথা নূরে মুহাম্মদী থেকে সৃষ্ট। যেমন হাদিসে কুদসীতে আল্লাহ্ বলেন, যদি আপনি না হতেন তবে আমি আসমান যমীন কিছুই সৃষ্টি করতাম না। রাসূল (ﷺ) এর বাণী : মহান আল্লাহ্ তা‘য়ালা সর্বপ্রথম আমার নূর মোবারক সৃষ্টি করেছেন এবং আরও বলেন, আমি নবীদেরও নবী।’’ ৮৪
➥{মাওলানা হুসাইন আহমদ মাদানী : শিহাবুস সাকীব : ২৭০ পৃ. মাকতুবায়ে থানবী, ইউ.পি, দেওবন্দ, মুফতি আহমদ ইয়ার খান নঈমী : রিসালায়ে নূর : ২২ পৃ. মাকতুবায়ে গাউসিয়া, করাচি।}
৩৩. দেওবন্দীদের অন্যতম আলেম মুফতি শফি সাহেব (পাকিস্তান) বলেন,
اور پہلا مسلمان ہو نے سے اس طرف بهى اشاره ہو سكتا ہے كہ مخلوقات ميں سب سے پہلے رسول كريم صلى الله عليہ وسلم كا نور مبارك پيدا كياگيا ہے اس كے بعد تمام آسمان وزمين اور مخلوقات وجود ميں آے ہيں جيسا كہ ايک حديث میں ارشاد ہے اول ما خلق الله نورى -(روح المعانى)
-‘‘প্রথম মুসলমান বলতে এদিকেও ইঙ্গিত করা হতে পারে যে, সমগ্র সৃষ্টির মধ্যে সর্বপ্রথম রাসূলে করীম (ﷺ)-এর নূর মোবারক সৃষ্টি করা হয়েছে। তারপর সকল আসমান যমীন এবং সকল সৃষ্টি অস্তিত্ব লাভ করে। যেমন একটি হাদিসে ইরশাদ হয়েছে, সর্বপ্রথম আল্লাহ্ তা‘য়ালা আমার নূর সৃষ্টি করেছেন। (রুহুল মায়ানী)’’ ৮৫
➥{মুফতী শফি : তাফসীরে মারিফুল কুরআন : ৩/৫১০ পৃ ইদারাতুন মা’আরিফ : করাচী, পাকিস্তান।}
উক্ত তাফসীর বাংলায় অনুবাদ করে সৌদি সরকার দিচ্ছেন বাংলায় অনুবাদ করেন মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন খাঁন। বাংলা মা‘রিফুল কোরআনের ৪২৮ পৃষ্ঠায় দেখুন।
৩৪. আহলে হাদিসের অন্যতম আলেম কাযি শাওকানী বলেন,
أَوَّلُ الْمُسْلِمِينَ أَجْمَعِينَ، لِأَنَّهُ وَإِنْ كَانَ مُتَأَخِّرًا فِي الرِّسَالَةِ فَهُوَ أَوَّلُهُمْ فِي الْخَلْقِ، وَمِنْهُ قَوْلُهُ تَعَالَى: وَإِذْ أَخَذْنا مِنَ النَّبِيِّينَ مِيثاقَهُمْ وَمِنْكَ وَمِنْ نُوحٍ
-‘‘হুযূর করীম (ﷺ) সকল মুসলমানের মধ্যে সর্বপ্রথম। কেননা, তিনি রাসূল হিসেবে পরে আবির্ভূত হলেও সৃষ্টির মধ্যে সর্বপ্রথম। আল্লাহ্ তা‘য়ালার উক্তি, স্মরণ করুন! যখন আমি মজবুত ওয়াদা নিয়েছি নবীগণ থেকে, আপনার নিকট থেকে এবং নূহ (عليه السلام) থেকে। এতে ঐ কথাই বিবৃত হয়েছে।’ ৮৬
➥{কাজী শাওকানী : ফতহুল কাদীর : ২/২১১ পৃ. দারুল হাদিস কায়রো, প্রকাশকাল ২০০২ খ্রী:}
৩৫. দেওবন্দীদের অন্যতম আলেম রশিদ আহমদ গাঙ্গুহী সাহেবকে প্রশ্ন করা হয় এভাবে
سوال: اول ما خلق الله نورى اور لولاك لما خلقت الافلاك يہ دونوں حديثيں صحيح حديثيں ہیں يا وضعى ؟ كو وضعى بلاتا ہے-
প্রশ্নঃ সর্বপ্রথম আল্লাহ্ তা‘য়ালা যা সৃষ্টি করেছেন, তা হল আমার নূর এবং আপনাকে সৃষ্টি না করলে আসমানসমূহ এবং যমীন কোন কিছুই সৃষ্টি করতাম না। এ মর্মে বর্ণিত হাদিসগুলো বিশুদ্ধ, নাকি জাল, যায়েদ এগুলো জাল বলছে। এ প্রশ্নের উত্তরে গাঙ্গুহী সাহেব বলেন,
جواب: يہ حديثيں كتب صحاح ميں موجود نہيں ہيں – مگر شيخ عبد الحق رحمة الله نے اول ما خلق الله نورى كو نقل كيا ہے اور بتايا ہے كہ اس كى كچہ اصل ہے فقط و الله تعالى اعلم -
-‘‘এ হাদিসগুলো সিহাহ (ছয়টি বিশুদ্ধ কিতাব) এর মধ্যে নেই। কিন্তু শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী (رحمة الله) সর্বপ্রথম রাসূল (ﷺ) এর নূর মোবারক সৃষ্টি করা হয়েছে’’ উক্ত হাদিসটি বর্ণনা করে বলেছেন যে, এ হাদিসটির ভিত্তি আছে।’’ ৮৭
➥{রশীদ আহমদ গাঙ্গুহী: ফতোয়ায়ে রশিদিয়া : ১/২৭৮ পৃ.}
৩৬. মাওলানা আশরাফ আলী থানবী সাহেব এর অন্যতম গ্রন্থ নশরুত্তীব এর ২৫ পৃষ্ঠায় জাবের (رضي الله عنه) এর বর্ণিত হাদিসের ব্যাখ্যায় বলেন,
اس حديث سے نور محمدى كا حقيقة سب سے پھلے پیدا ہونا ثابت ہوا كيونكہ جن چیزوں كى بارے ميں احادیث میں پھلے پیدا ھونا ایا ھے ان سب چیزوں کا نور محمدی کے بعد پیدا ھونا اس حدیث سے معلوم ھوتا ھے-
-‘‘এ হাদিস (অর্থাৎ ইমাম আব্দুর রাজ্জাক কর্তৃক হযরত জাবের বিন আব্দুল্লাহ (رضي الله عنه) হতে বর্ণিত) দ্বারা বাস্তবিক পক্ষে সর্বপ্রথম নূরে মুহাম্মদী সৃষ্টি হওয়া প্রমাণিত। কেননা যেসব সৃষ্টির ক্ষেত্রে ‘প্রথম সৃষ্টি’ বলে হাদিসে বর্ণনায় এসেছে। ওইসব সৃষ্টি ‘নূরে মুহাম্মদী’ থেকে পরে সৃষ্টি হবার বিষয়টি আলোচ্য হাদিস দ্বারা নিশ্চিতভাবে প্রমাণিত। ৮৮
➥{মাওলানা আশরাফ আলী থানবী : নশরুততীব ফী যিকরিনবীঈল হাবীব : পৃ. ২৫}
৩৭. রাসূল (ﷺ)‘র নূর মোবারক সর্ব প্রথম সৃষ্টি বিষয়ে দেওবন্দের শাইখুল হাদিস মাওলানা আনওয়ার শাহ কাশ্মীরী‘র [ওফাত.১৩৫৩ হি.] তিনি তাঁর লিখিত তিরমিযি শরীফের ব্যাখ্যা গ্রন্থ ‘আরফুস্-সাযী শরহে সুনানে তিরমিযি’ গ্রন্থে সর্বপ্রথম সৃষ্টি সম্পর্কে লিখেন-
أن أول المخلوقات نور النبي - صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -، ذكره القسطلاني في المواهب بطريق الحاكم والترجيح لحديث النور على حديث الباب.
-‘‘নিশ্চয় সর্বপ্রথম সৃষ্টি হল নূরে নাবী (ﷺ) যেটি ইমাম কাসতাল্লানী (رحمة الله) তাঁর মাওয়াহেবে লাদুন্নিয়া গ্রন্থে হাকেমের সূত্রে উল্লেখ করেছেন। আর তিনি সেখানে সবগুলো বর্ণনার মধ্যে (কলম/নূরে মুহাম্মদী/আক্বল সর্বপ্রথম সৃষ্টি বিভিন্ন বর্ণনার মধ্যে) নূরের হাদিসকে প্রাধান্য দিয়েছেন।’’ ৮৯
➥{মাওলানা আনোওয়ার শাহ কাশ্মীরী (১৩৫৩হি.), আরফুস সাযী শরহে সুনানে তিরমিযি, ৩/৩৯৪ পৃ. হাদিস নং. ২১৫১, দারুল তুরাসুল আরাবী, বয়রুত, লেবানন, প্রথম প্রকাশ. ১৪২৫ হি./২০০৪ ইং খৃ.}
৩৮. রাসূল (ﷺ) নূর হওয়া প্রসঙ্গে বর্তমান বাংলাদেশের দেওবন্দী সুপ্রসিদ্ধ শাইখুল হাদিস আল্লামা মুফতি মনসূরুল হক যিনি অসংখ্য কওমী দেওবন্দী আলেমদের উস্তাদ। তিনি সুপ্রসিদ্ধ কওমী দেওবন্দী পত্রিকা মাসিক ‘আদর্শ নারীর’ ২০১২ ঈসায়ীর জানুয়ারী তথা রবিউল আউয়ালের সংখ্যার ‘‘রাসূলুল্লাহ (সা.) সারা জাহানের জন্য রহমত’’ শিরোনামের ৩ পৃষ্ঠায় লিখেছেন-‘‘এই ভূমণ্ডল, নভোমণ্ডল এবং এতদুভয়ের যাবতীয় বস্তুর সৃষ্টি রাসূলে কারীম (সা.)-এর সৃষ্টির বরকতমণ্ডিত। তাঁর নূরে রহমত পরশিত করেই এসব কিছু সৃষ্টি করা হয়েছে। সর্বপ্রথম মহান আল্লাহ মহানবী (সা.) এর নূরকে সৃষ্টি করেন। (মুসান্নাফে আব্দুর রাজ্জাক) তারপর সেই নূরকে কেন্দ্র করে অন্যান্য সকল কিছু, তথা আসমান-জমিন, চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র, পাহাড়-পর্বত, নদী-নালা, আলো-বাতাস, সমস্ত জীন-ইনসান এক কথায় সমগ্র জগতের সৃষ্টি হয়। (ইবনে আসাকির)’’ সম্মানিত পাঠকবৃন্দ! আপনারাই লক্ষ করুন মনসূরুল হক সাহেব কি সুন্দর করে নবিজির সৃষ্টি বর্ণনা দিলেন। আল্লাহ তার অনুসারীদের হিদায়াত নসিব দান করুক।
৩৯. মওলানা আমিনুল ইসলাম তার ‘‘নূরে নবী (ﷺ)’’ কিতাবে রাসূল (ﷺ) নূরের সৃষ্টি মর্মে ‘নূরে মুহাম্মদী (দঃ)’ নামক একটি অধ্যায় তৈরী করেছেন। তিনি এ অধ্যায়ের শুরুতেই উল্লেখ করলেন-‘‘এমনকি, সমগ্র সৃষ্টি-জগতের মধ্যে সর্ব প্রথম যাঁর সৃষ্টি তিনিই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম।’’ ৯০
➥{মাওলানা আমিনুল ইসলাম, নূরে নবী (দ.), প্রথম খণ্ড, ৫ পৃষ্ঠা, আল বালাগ পাবলিকেশন্স, ঢাকা, জুন, ১৯৯৯ ইং, রবিউল আউয়াল, ১৪২০ হি.}
৪০. এ বিষয়ে বি-বাড়িয়ার বড় হুযুর নামে খ্যাত মুফতি সিরাজুল ইসলাম এর লিখিত ‘‘গাওয়াহেরে সিরাজিতে’’ ৬৯ পৃষ্ঠায় লিখেছেন-‘‘হুযুর (ﷺ) হলেন সারা সৃষ্টির কারণ বা উসিলা। সর্ব প্রথম নবিজী (ﷺ)-এর নূর মোবারক সৃষ্টি করা হয়েছে। যেমন হুযুর (ﷺ) ইরশাদ করেন-
اول ما خلق الله نورى وكل خلائق من نورى وانا من نور الله
-‘‘আল্লাহ পাক সর্ব প্রথম আমার নূর মোবারক সৃষ্টি করেছেন। অতঃপর আমার নূর হতে সমস্ত কিছু সৃষ্টি করেছেন। আমি হলাম আল্লাহর নূর।’’ বি-বাড়ীয়ার কওমী আলেমদেরকে তার থেকে শিক্ষা নিয়ার অনুরোধ রইল।
━━━━━━━━━━━━━━━━
🌍 তথ্যসূত্রঃ [শহিদুল্লাহ বাহাদুর গ্রন্থসমগ্র এপ্স]
ডাউনলোড লিংকঃ bit.ly/Sohidullah
অথবা, এপ্সটি পেতে প্লে স্টোরে সার্চ করুন।
একটি মন্তব্য পোস্ট করুন