আমার পরে কেউ নবী হলে উমরই হতো



হযরত উকবা বিন আমের (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন,


عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍؓ  قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: لَوْ كَانَ بَعْدِي نَبِيٌّ لَكَانَ عُمَرَ بْنَ الْخَطَّابِ


-‘‘যদি আমার পরে কেউ নবী হতো তাহলে সে হযরত উমর ইবনে খাত্তাব (رضي الله عنه)-ই হতো।’’ ৩৩

৩৩.

ক. ইমাম তিরমিযী : আল-জামে : ৬/৬০ পৃ. হা/৩৬৮৬

খ. ইমাম হাকেম নিশাপুরী : আল-মুস্তাদরাক : ৩/৮৫ পৃ. হা/৪৪৯

গ. ইমাম তাবরানী : মুজামূল কাবীর : ১৭/২৯৮ পৃ. হা/৮২২

ঘ. ইমাম হায়সামী : মাযমাউদ-যাওয়াইদ : ৯/৬৮ পৃ. হা/১৪৪৩৩

ঙ. মুত্তাকী হিন্দী : কানযুল উম্মাল : হা/৩২৭৪৫

চ. খতিব তিবরিযী : মিশকাত : হা/৬০৩৫, দারুল ফিকর ইলমিয়্যাহ, বয়রুত।

ছ. ইমাম আহমদ ইবনে হাম্বল : আল-মুসনাদ : ৪/১৫৪ পৃ.

জ. ইমাম তিরমিযী : আস-সুনান : হা/৩৭৬৯

ঝ. ইমাম ইবনে আসাকির : তারিখে দামেস্ক : ৩/২১০ পৃ.

ঞ. ইমাম রুহাইনী : আল-মুসনাদ : ১/১৫০ পৃ.

ট. ইমাম আহমদ, আল-মুসনাদ, ২৮/৬২৪ পৃ. হা/১৭৪০৫


পর্যালোচনা:


ইমাম হাকেম (رحمة الله) এটি সংকলন করে লিখেন-


هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ


-‘‘এ হাদিসটির সনদ সহীহ, যদিওবা শাইখাইন এটি সংকলন করেননি।’’


উক্ত হাদিস সম্পর্কে বাতিল পন্থীগণের দাবী হলো আল্লামা আজলূনী (رحمة الله) বলেন- بسنده ضعيف -‘‘উক্ত সনদটি দুর্বল পর্যায়ের।’’  ৩৪

৩৪. আল্লামা আজলূনী : কাশফুল খাফা : ২/১৩৯ পৃ. হা/২০৯২


আমি বলবো, এটি তার একক সিদ্ধান্ত। আর এটি বাস্ততার বিপরীত। কেননা ইমাম হাকিম  সহীহ বলেছেন, আর ইমাম যাহাবী  তার সাথে একমত পোষণ করেছেন।


ইমাম তিরমিযী  বলেন,  হাদিসটি হাসান, গরীব। ইমাম রুহানী,  মোল্লা আলী ক্বারী, এমনকি আহলে হাদিস আলবানীও হাদিসটিকে ‘হাসান’ বলেছেন। ৩৫

৩৫.

ক. আল্লামা মোল্লা আলী ক্বারী : মেরকাত : ১১/১৯৪ পৃ, হা/৬০৪৭

খ. আলবানী : সিলসিলাতুস-আহাসিসুস-সহীহা : হা/৩২৭



তাই হাদিসটি আহলে হাদিস পর্যন্ত বিশুদ্ধ বলতে আর সহীহ হওয়ার ব্যাপারে কোন সন্দেহ রইলো না।

━━━━━━━━━━━━━━━━
🌍 তথ্যসূত্রঃ [শহিদুল্লাহ বাহাদুর গ্রন্থসমগ্র এপ্স]
ডাউনলোড লিংকঃ bit.ly/Sohidullah
অথবা, এপ্সটি পেতে প্লে স্টোরে সার্চ করুন।

2 মন্তব্যসমূহ

  1. একজায়গায় বলছেন হাসান বা গরীর আবার আরেক জায়গায় বলছেন সহি লাহুয়াল হাদিস মানতে হবে একটা আয়াত দেখান

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. এগুলো ইমামগণের পর্যালোচনা। হাদিসের অনেক প্রকারভেদ আছে। এই প্রকারগুলো সম্পর্কে কি কোন আছে?

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন