কোনো সনদের ক্ষেত্রে একজন রাবীর হেফযে (স্মৃতিশক্তিতে) সামান্য দুর্বলতা দ্বারা হাদিস ‘হাসান’ হয়, যঈফ নয়



হাদিস শাস্ত্রে একজন রাবী হেফযে সামনে ক্রুটিযুক্ত হলে তার হাদিস ‘হাসান’ স্তরে উপনীত হবে, এটাই উসূলে হাদিসের নীতি। বর্তমান আহলে হাদিসগণ ফিতনা ছড়াচ্ছে যে, রাবীর এ ধরনের সমস্যার দ্বারা হাদিস যঈফ হয়ে যাবে। এ বিষয়ে আমি কতিপয় বিজ্ঞ মুহাদ্দিসদের অভিমত পেশ করবো, ইন শা আল্লাহ।


১. হাফেজুল হাদিস ইমাম জালালুদ্দীন সুয়ূতি (رحمة الله) {ওফাত. ৯১১ হি.} বলেন-

فَإِنْ خَفَّ الضَّبْطُ فَهُوَ الْحَسَنُ لِذَاتِهِ.

-‘‘বর্ণনাকারীর সংরক্ষণ শক্তি সামান্য দুর্বল হলে সে হাদিসকে ‘‘হাসান লি জাতিহী’’ বলা হয়।’’  ৭১

➥৭১. ইমাম সুয়ূতী, তাদরীবুর রাবী, ১/১৭৩পৃ. দারু তৈয়্যব, বয়রুত, লেবানন।


২. ইমাম ইবনে হাজার আসকালানী (رحمة الله) লিখেন-

فَإِنْ خَفَّ الضَّبْطُ: فَالْحَسَنُ لِذَاتِهِ، وَبِكَثْرَةِ طُرُقِهِ يُصَحَّحُ

-‘‘বর্ণনাকারীর সংরক্ষণ শক্তি যদি সামান্য ক্রটিযুক্ত হয়, অতঃপর সে হাদিসের মান ‘হাসান লিজাতিহি’ এবং এ জাতীয় হাদিস যখন অনেক সূত্রে বর্ণিত হবে সেটিকে তখন সহীহ (লিগাইরিহী) বলা হয়।’’  ৭২

➥৭২. ইবনে হাজার আসকালানী, নুখবাতুল ফিকর, ১/৭৮ পৃ.


৩. ড. মাহমুদ আত-ত্বহান লিখেন-

فإن خف الضبط، فالحسن لذاته

-‘‘বর্ণনাকারীর সংরক্ষণ শক্তি সামান্য দুর্বল হলে সে হাদিসকে ‘‘হাসান লি জাতিহী’’ বলা হয়।’’  ৭৩

➥৭৩. ড. মাহমুদ আত্-ত্বহান, তাইসিরুল মাসতালিউল হাদিস, ৫৮ পৃ.।


৪. মাওলানা জাফর আহমদ উসমানী বলেন-

فان خف الضبط والصفات الاخرى فيه فهو الحسن-

-‘‘রাবীর যবত (সংরক্ষণগুণ) সামান্য দুর্বল হয়ে সহীহ হাদিসের সকল শর্ত বিদ্যমান থাকলে তাকে হাদিসে ‘হাসান’ বলে।’’ ৭৪

➥৭৪. কাওয়াইদ ফি উলূমিল হাদিস, ৩৪ পৃ.


৫. আল্লামা আমির সান‘আনী লিখেন-

فَإِنْ خَفَّ الضَّبْطُ (مَعَ بَقِيَّةِ الشُّرُوطِ الْمُتَقَدِّمَةِ فِي الصَّحِيحِ) (فَالْحَسَنُ لِذَاتِهِ) وَبِكَثْرَةِ الطُّرُقِ يُصَحَّحُ (فَيُسَمَّى الصَّحِيحُ لِغَيْرِهِ)

-‘‘বর্ণনাকারীর সংরক্ষণ শক্তি যদি সামান্য ক্রটিযুক্ত হয়, (এছাড়া সহীহ হওয়ার বাকি শর্তসমূহে সে সনদে রাবীর থাকে) অতঃপর সে হাদিসের মান ‘হাসান লিজাতিহি’ এবং এ জাতীয় হাদিস যখন অনেক সূত্রে বর্ণিত হয় সেটি সহীহ (সহীহ (লিগাইরিহী) বলা হয়।’’ (সান‘আনী, সবলুস সালাম, ২/৭২২ পৃ.)

━━━━━━━━━━━━━━━━
🌍 তথ্যসূত্রঃ [শহিদুল্লাহ বাহাদুর গ্রন্থসমগ্র এপ্স]
ডাউনলোড লিংকঃ bit.ly/Sohidullah
অথবা, এপ্সটি পেতে প্লে স্টোরে সার্চ করুন।

Post a Comment

নবীনতর পূর্বতন