প্রচলিত কিছু পত্রিকায় এবং আহলে হাদিস নাসিরুদ্দিন আলবানী উক্ত হাদিসটিকে দ্বঈফ তাদের কেউ আবার মওদ্বু বা বানোয়াট হাদিস বলেও বেড়ায়। ৯০
➥{আহলে হাদিস নাসিরুদ্দীন আলবানী : রওজুন-নাযির : ২/২৮৯ পৃ.}
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: أَخْبَرَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ لَهِيعَةَ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ؓ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: الدُّعَاءُ مُخُّ العِبَادَةِ
-‘‘হযরত আনাস বিন মালিক (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি রাসূল (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন, দোয়া হল ইবাদতের মগজ।’’ ৯১
➥{ইমাম তিরমিযী : আস সুনান : ৫/৪৫৬ পৃ.: কিতাবুত দাওয়াত, হা/৩৩৭১, ইমাম জালালুদ্দীন সুয়ূতী : জামেউস সগীর : ১/৬৫৪ : হা/৪২৫৬, সুয়ূতি, জামেউল আহাদিস, ৪/৩৬০ পৃ. হা/১২১৬০, ইমাম দায়লামী : আল ফিরদাউস : ২/২২৪ পৃ: হা/৩০৮৭, ইমাম হাকেম তিরমিযী : নাওয়ারিদুল উসূল : ২/১১৩ পৃ:, ইমাম মুনযির : তারগিব আত তারহীব : ২/৩১৭ পৃ: হা/২৫৩৪, আল্লামা ইবনে রজব : জামেউল উলূম ওয়াল হিকাম : ১/১৯১ পৃ:, খতিব তিবরিযী : মিশকাত : কিতাবুত দাওয়াত : ২/৪১৯ পৃ. হা/২২৩১, আল্লামা মোল্লা আলী ক্বারী : কিতাবুত দাওয়াত : ৫/১২০ পৃ. হা/২২৩১, তাবরানী, মু‘জামুল আওসাত, ৩/২৯৩ পৃ. হাদিস:৩১৯৬, তাবরানী, কিতাবুদ্-দোয়া, ১/২৪ পৃ. হা/৮, ইবনে আছির, জামিউল উসূল, ৯/৫১১ পৃ. হাদিস, ৭২৩৭, ইমাম মিয্যী, তুহফাতুল আশরাফ বি মা‘রিফাতুল আতরাফ, ১/৮০ পৃ. হাদিস, ১৬৫, শায়খ ইউসুফ নাবহানী, ফতহুল কাবীর, ২/১০৯ পৃ. হা/৬৩৮৬, মুত্তাকী হিন্দী, কানযুল উম্মাল, ২/৬২ পৃ. হা/৩১১৪}
সনদ পর্যালোচনা:
এ হাদিসটিতে ‘ইবনে লাহি‘আহ’ নামক রাবী রয়েছেন, আমি ইতোপূর্বে শবে-ই বরাতের ৭ নং হাদিসের সনদ পর্যালোচনায় তার গ্রহণযোগ্য সম্পর্কে আলোকপাত করেছি, পাঠকবৃন্দের সেখানে দেখে নেয়ার অনুরোধ রইল।
❏ আল্লামা শায়খ শুয়াইব আরনাউত এ সনদ সম্পর্কে লিখেছেন- وهو حسن في الشواهد. -‘‘এ হাদিসটি ‘হাসান’ শাওয়াহেদ থাকার কারণে।’’
(মুসনাদে আহমদের তাহকীক, ৩০/২৯৮ পৃ. মুয়াস্সাতুর রিসালা, বয়রুত, লেবানন)
❏ ইমাম বুখারী (رحمة الله)সহ আরও অনেকে সংকলন করেন-
حَدَّثَنَا خَلِيفَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَشْرَفُ الْعِبَادَةِ الدُّعَاءُ
-‘‘হযরত আবু হুরায়রা (رضي الله عنه) হতে বর্ণিত। রাসূল (ﷺ) ইরশাদ ফরমান, শ্রেষ্ঠ ইবাদাত হলো দোয়া।’’ ৯২
➥{ইমাম বুখারী, আদাবুল মুফরাদাত, ১/৬৬পৃ. হা/৭১৩, মুত্তাকী হিন্দী, কানযুল উম্মাল, ২/৬২পৃ. হাদিস:৩১১৫, শায়খ ইউসুফ নাবহানী, ফতহুল কাবীর, ১/১৭৭পৃ. হা/১৮৭১, সালিম র্জারার, মুসনাদে জা‘মে, ১৭/৭১৩পৃ. হাদিস:১৪৩৬, আহলে হাদিস নাসিরুদ্দীন আলবানী : দ্বঈফু আদাবুল মুফরাদ, হা/৭১৩।}
এ হাদিসটির সনদের মান ‘হাসান’। ধোঁকাবাজ আলবানী এ সনদটিকেও যঈফ বলে উড়িয়ে দিতে চেয়েছিল, কোন কারণে সনদটি যঈফ তিনি তা তার কোনো গ্রন্থেই উল্লেখ করেননি। তাই বলা যায় দুটি সূত্রে হাদিসটি বর্ণিত হওয়ায় হাদিসটির মান কমপক্ষে ‘হাসান’ স্তরের তাতে কোনো সন্দেহ নেই।
এ বিষয়ের শাওয়াহেদে বা সমর্থনে আরেকটি সহীহ হাদিস পাওয়া যায়।
❏ ইমাম হাকেম, তিরমিযি (رحمة الله)সহ আরও অনেকে সংকলন করেন-
عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ ؓ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: الدُّعَاءُ هُوَ العِبَادَةُ-
-‘হযরত নু‘মান বিন বশির (رضي الله عنه) হতে বর্ণিত। রাসূল (ﷺ) ইরশাদ করেন, দোয়া হলো একটি ইবাদত।’’ ৯৩
➥{ইমাম আবু দাউদ : আস-সুনান : কিতাবুস-সালাত : ২/৭৬ পৃ. হা/১৪৭৯, ইমাম তিরমিযী : আস-সুনান : ৪/২৭৯ পৃ. হা/৪০৪৯, ইবনে মাজাহ : আস-সুনান : ২/১২৫ পৃ. হা/৩৮২৮, ইবনে হিব্বান : আস-সহীহ : ৩/১৭২ পৃ. হা/৮৯০, ইমাম হাকেম, আল মুস্তাদরাকে : ২/৫০ : হা/১৮০২, ইমাম জালালুদ্দীন সুয়ূতি : জামেউস সগীর : ১/৬৫৪ : হা/৪২৫৫, ইমাম আহমদ : আল মুসনাদ : ৪/২৬৭ পৃ., ইমাম তিরমিযী : আস-সুনান : কিতাবুত তাফসীর : ৫/৩৭৪ পৃ. হা/৩২৪৭, ইমাম তিরমিযী : আস-সুনান : কিতাবুত তাফসীর : ৫/২১১ পৃ. হা/২৯৬৯, ইমাম নাসায়ী : আস-সুনানুল কোবরা : ৬/৪৫০ পৃ. হা/১১৪৬৪, ইমাম আবু ই‘য়ালা : আল ’মুজাম : ১/২৬২ পৃ. হা/৩২৮, ইমাম তায়লসী : আল-মুসনাদ : ১/১৮০ পৃ. হা/৮০১, খতিব তিবরিযী : মিশকাত : কিতাবুত দাওয়াত : ২/৪১৯ পৃ. হা/২২৩০}
এ হাদিসটিকে ইমাম তিরিমিযি (رحمة الله) হাসান, সহীহ বলেছেন, আর ইমাম হাকেম (رحمة الله) সহীহ বলেছেন, ইমাম যাহাবী (رحمة الله) তার সাথে একমত পোষণ করেছেন।
━━━━━━━━━━━━━━━━
🌍 তথ্যসূত্রঃ [শহিদুল্লাহ বাহাদুর গ্রন্থসমগ্র এপ্স]
ডাউনলোড লিংকঃ bit.ly/Sohidullah
অথবা, এপ্সটি পেতে প্লে স্টোরে সার্চ করুন।
একটি মন্তব্য পোস্ট করুন