ওয়াক্ত মতে নামায পড়া

22 - بَابُ مَا جَاءَ فِي فَضْلِ الصَّلَاةِ فِي مَوَاقِيْتِهَا
85 - أَبُوْ حَنِيْفَةَ: عَنْ طَلْحَةَ بْنِ نَافِعٍ، عَنْ جَابِرٍ ، قَالَ: سُئِلَ رَسُوْلُ اللهِ : أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «اَلصَّلَاةُ فِيْ مَوَاقِيْتِهَا».

বাব নং ৩৭.২২. ওয়াক্ত মতে নামায। 

৮৫. অনুবাদ: ইমাম আবু হানিফা তালহা ইবনে নাফে থেকে, তিনি হযরত জাবির (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ) ’র কাছে প্রশ্ন করা হয়েছে যে, কোন আমল উত্তম? উত্তরে তিনি বলেন, ওয়াক্ত অনুযায়ী নামায পড়া। (বুখারী, ৩/১০২৫/২৬৩০)।
ব্যাখ্যা: বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (رضي الله عنه) থেকে মারফু হাদিসে বর্ণিত আছে যে,  اي الاعمال احبّ اليه قال الصلوة على وقتهاকেউ রাসূল (ﷺ) ’র নিকট প্রশ্ন করল যে, আল্লাহর নিকট কোন আমল অধিক পছন্দনীয়? উত্তরে তিনি বলেন, ওয়াক্ত মতে নামায পড়া।” ➥ ইমাম বুখারী (رحمة الله), (২৫৬ হি), বুখারী, খন্ড ৬, পৃষ্ঠাঃ  ২৭৪০)।
উক্ত হাদিসে যথাসময়ে নামায আদায়ের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
+++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা 
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]
ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন