জিহাদ


১৬- كِتَابُ الْـجِهَادِ

১- بَابُ مَا جَاءَ فِيْ حُرْمَةِ خِيَانَةِ الْقَاعِدِيْن عَلَىٰ نِسَاءِ الْـمُجَاهِدِيْنَ

٣١٨- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيْهِ، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ : جَعَلَ اللهُ تَعَالَىٰ حُرْمَةَ نِسَاءِ الْـمُجَاهِدِيْنَ عَلَى الْقَاعِدِيْنَ كَحُرْمَةِ أُمَّهَاتِهِمْ، وَمَا مِنْ رَجُلٍ مِنَ الْقَاعِدِيْنَ يَخُوْنُ أَحَدًا مِنَ الْـمُجَاهِدِيْنَ فِيْ أَهْلِهِ إِلَّا قِيْلَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ: اقْتَصَّ مِنْهُ، فَمَا ظَنُّكُمْ ..؟

১৬. জিহাদ অধ্যায়

বাব নং ১৬২. ১. মুজাহিদগণের স্ত্রীদের সাথে জিহাদ থেকে বিরত থাকা লোকদের খিয়ানত করা হারাম প্রসঙ্গে

৩১৮. অনুবাদ: ইমাম আবু হানিফা আলকামা থেকে, তিনি ইবনে বুরাইদা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ)  এরশাদ করেন, যারা জিহাদ থেকে বিরত থাকে, আল্লাহ তায়ালা তাদের উপর মুজাহিদগণের স্ত্রীদেরকে এভাবে হারাম করেছেন, যেভাবে তাদের মাদেরকে হারাম করেছেন। যদি কোন ব্যক্তি জিহাদে না গিয়ে কোন মুজাহিদের পরিবারের সাথে খিয়ানত করে, তবে কিয়ামত দিবসে মুজাহিদগণকে বলা হবে, তুমি তার থেকে কিসাস গ্রহণ কর।(জামেউল আহাদীস লিস সুয়ূতী, ১২/১১৬/১১৫৭১)।
+++++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা 
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]
ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন