২- بَابُ مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ أَكْلِ كُلِّ ذِيْ مَخْلَبٍ
٣٩٥- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ مُحَارِبٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُوْلَ اللهِ نَهَىٰ يَوْمَ خَيْبَرَ عَنْ أَكْلِ كُلِّ ذِيْ مِخْلَبٍ مِنَ الطَّيْرِ.
বাব নং ১৯৯.২. প্রত্যেক পাঞ্জা বা নখধারী পাখি খাওয়া নিষিদ্ধ
৩৯৫.অনুবাদ: ইমাম আবু হানিফা মুহারিব থেকে, তিনি ইবনে ওমর (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) খায়বারের দিন নখ দ্বারা শিকারকারী হিংস্র পাখি খেতে নিষেধ করেছেন। (আস সুনানুল কুবরা নাসাঈ, ৩/১৬৩/৪৮৬১)
ব্যাখ্যা: বায, শাহীন, শুকুর, গুধ, চিল ইত্যাদি নখ দ্বারা শিকারকারী পাখি এই নিষেধাজ্ঞার আওতাধীন হয়ে হারামের অন্তর্ভুক্ত।
+++++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]
ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন