ইলমে ফিকহ অর্জনের ফযিলত


2 – بَابُ مَا جَاءَ فِيْ فَضْلِ التَّفَقُّهِ فِي الدِّيْنِ


বাব নং ১৩. ২. ইলমে ফিকহ অর্জনের ফযিলত

ব্যাখ্যা: যারা আল্লাহর ওয়াস্তে দ্বীনের জ্ঞানার্জন করে তাকওয়া অর্জন করে এবং দ্বীনের কাজে নিয়োজিত থাকে আল্লাহ তায়ালা তাদের রিযিকের গায়েবী ব্যবস্থা করে দেন। যেমন পবিত্র কুরআনে বর্ণিত আছে,

 وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا ، وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ

“যারা আল্লাহকে ভয় করে আল্লাহর তাদের জন্য মুক্তির পথ বের করে দেন আর তাদেরকে এমন রিযিক দেন যা তাদের ধারণায়ও আসবেনা।” (সূরা তালাক, আয়াত, ২-৩)

খতীব বাগদাদী (رحمة الله) তার তারীখে বাগদাদ গ্রন্থে যিয়াদ ইবনে হারেস আবদানী (رضي الله عنه) থেকে মারফু হাদিস বর্ণনা করেন, যাতে রয়েছে, من طلب العلم تكفل الله رزقه অর্থ: “যে জ্ঞানার্জন করল আল্লাহর তার রিযিকের দায়িত্ব নিলেন।”

34 - أَبُوْ حَنِيْفَةَ: عَنْ إسْمَاعِيْلَ، عَنْ أَبِيْ صَالِحٍ، عَنْ أُمِّ هَانِئٍ ، قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ : «يَا عَائِشَةُ! لِيَكُنْ شِعَارُكِ الْعِلْمَ وَالْقُرْآنَ».


৩৪. অনুবাদ: ইমাম আবু হানিফা ইসমাঈল থেকে, তিনি আবু সালেহ থেকে, তিনি উম্মে হানী (رضي الله عنه) থেকে, তিনি রাসূল (ﷺ)  থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ)  হযরত আয়েশা (رضي الله عنه)কে সম্বোধন করে বলেন, হে আয়েশা! তুমি ইলম ও কুরআনকে আবশ্যক করে নাও।

++++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা 
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]

ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন