কারো বিপদে আনন্দ প্রকাশ করা নিষেধ


৫- بَابُ مَا جَاءَ فِي النَّهْيِ عَنِ الشَّمَاتَةِ

٤٨٠- أَبُوْ حَنِيْفَةَ: قَالَ: سَمِعْتُ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ، قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ، يَقُوْلُ : لَا تُظْهِرَنَّ شَمَاتَةً لِأَخِيْكَ فَيُعَافِيَهُ اللهُ وَيَبْتَلِيَكَ.

বাব নং ২২৫.৫. কারো বিপদে আনন্দ প্রকাশ করা নিষেধ

৪৮০. অনুবাদ: ইমাম আবু হানিফা বলেন, আমি ওয়াসেলা ইবনে আসকা (رضي الله عنه) কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূল (ﷺ) কে বলতে শুনেছি, তুমি তোমার কোন ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করোনা। কেননা আল্লাহ তায়ালা ঐ বিপদ তার থেকে দূরীভূত করে তোমাকে উক্ত বিপদে লিপ্ত করে দেবেন। (শুআবুল ঈমান, ৯/১১৯/৬৩৫৫)।

++++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা 
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]
ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন