আকাশের বিজলী কি জিনিস?

আকাশের বিজলী কি জিনিস? ak mahi মুহাম্মাদ আবদুল কাদির মাহী


আকাশের বিজলী কি জিনিস?

মেঘমালা পরিচালনার জন্য আল্লাহু তায়ালা একজন ফিরিস্তা মনোনীত করেছেন- যার নাম রাআদ্ । তার দেহ খুবই ছোট । তার হাতে একটি বড় কোড়া রয়েছে। যখন উক্ত ফিরিস্তা মেঘমালায় কোড়া মারেন-তখন তার সংঘর্ষে মেঘমালা হতে অগ্নিস্ফুলিঙ্গ বের হয় । উহাকে বিজলী বলা হয়। আল্লাহ-ই সর্বজ্ঞ। (ইরফানে শরিয়াত)।

Post a Comment

নবীনতর পূর্বতন