সমুদ্রের তুফান দুর হয়ে গেল
একবার ফোরাত নদীতে এমন ভয়ঙ্কর তুফান আসল যে বন্যায় ক্ষেত-খামারগুলাে ডুবে গেল। সেখানকার লােকেরা হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর দরবারে এসে ফরিয়াদ করলেন : তিনি كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ তৎক্ষণাৎ দাঁড়ালেন এবং রাসূলে পাক, সাহিবে লওলাক صَلَّی اللّٰهُ تَعَالٰی عَلَيۡهِ وَاٰلِهٖ وَسَلَّم এর জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, চাদর মুবারক পরিধান করে ঘােড়ায় আরােহন করলেন, হাসনাইনে করীমাইন (অর্থাৎ ইমাম হাসান ও ইমাম হােসাইন رَضِيَ اللّٰهُ تَعَالٰی عَنۡهُمَا ও অন্যান্য সাহাবীগণও সাথে রওয়ানা হয়ে পড়লেন। ফোরাত নদীর তীরে তিনি كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ দু'রাকাত নামায আদায় করলেন। অত:পর পুলের উপর তাশরীফ নিয়ে গিয়ে আপন লাঠি মুবারক দ্বারা ফোরাত নদীর দিকে ইঙ্গিত করতেই এক গজ পানি কম হয়ে গেল, অত:পর দ্বিতীয়বার ইঙ্গিত করতেই আরাে এক গজ কমে গেল, যখন ৩য় বার ইঙ্গিত করলেন তিন গজ পানি কমে গেল এবং বন্যা দুর হয়ে গেল। লােকেরা আরয করল: হে আমীরুল মু'মিনীন! থামুন ব্যস এতটুকুই যথেষ্ট। (শাওয়াহেদুন নবুয়াত, পৃষ্ঠা-২১৪)।
শাহে মরদা শেরে য়াজদা কুওয়াতে পরওয়ারদিগার
লা ফাতা ইল্লা আলী, লা সাইফা
ইল্লা জুলফিকার ।
_____________________
হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন