মাওলা আলী খালি হাতের তালুতে ফুক দিলেন
একদা কোন ভিখারী কাফিরদের কাছ থেকে ভিক্ষা চাইল, তারা ঠাট্টা করে আমীরুল মুমিনীন হযরত সায়্যিদুনা মাওলা আলী মুশকিল কোশা كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর নিকট পাঠাল। তখন তিনি তাদের সামনে ছিলেন, সে হাজির হয়ে ভিক্ষার হাত বাড়িয়ে দিল, হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ দশ বার দরুদ শরীফ পড়ে তার হাতের তালুর উপর ফুক দিলেন এবং ইরশাদ করলেন:- মুষ্ঠি বন্ধ করে নাও আর যে লােকেরা তােমাকে পাঠিয়েছে তাদের সামনে গিয়ে খুলে দাও। (কাফিররা হাসছিল যে, শুধু ফুক দেওয়াতে কি হয়।) কিন্তু যখন ভিখারী তাদের সামনে গিয়ে মুষ্টি খুলল, তখন তাতে এক দিনার ছিল। এই কারামত দেখে কয়েকজন কাফির মুসলমান হয়ে গেল ।
(রাহাতুল কুলুব-পৃষ্ঠা নং -১৪২)
বির্দ জিছ নে কিয়া দরুদ শরীফ
ওরর দিল ছে পড়া দরুদ শরীফ
হাজতি সব রাওয়া হুয়ি উছ কি
হে আজব কিমিয়া দরুদ শরীফ
_____________________
হযরত আলী كَرَّمَ اللّٰه تَعَالٰی وَجۡهَهُ الۡكَرِیۡمِ এর কারামত,
লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)
একটি মন্তব্য পোস্ট করুন