নিঃশ্বাসের মালা

 

নিঃশ্বাসের মালা 


হযরত সায়্যিদুনা হাসান বসরী رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বলেছেন, তাড়াতাড়ি করাে! তাড়াতাড়ি করাে!! তােমাদের জীবনটা প্রকৃতপক্ষে কী? জীবন হচ্ছে কয়েকটি নিঃশ্বাসের সমষ্টি মাত্র। যদি তা বন্ধ হয়ে যায়, তাহলে তােমাদের সে আমল সমূহের ধারাও বন্ধ হয়ে যাবে, যা দ্বারা তােমরা আল্লাহর সান্নিধ্য লাভ কর। আল্লাহ তাআলা সে ব্যক্তির প্রতি সদয় হন যে নিজের হিসাব নিকাশ নিজেই নিয়েছে এবং নিজের কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে কয়েক ফোটা অশ্রু প্রবাহিত করেছে। এটা বলার পর তিনি পবিত্র কুরআনের ১৬ পারার সূরা মরিয়মের ৮৪ নং আয়াতটি তিলাওয়াত করেন। 

اِنَّمَا نَعُدُّلَهُمۡ عَدًا 

কানযুল ঈমান থেকে অনুবাদ : আমি তাে তাদের গননা পূর্ণ করছি। 

হুজ্জাতুল ইসলাম হযরত সায়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালী رَحۡمَةُ اللّٰهِ تَعَالٰی عَلَيۡهِ বলেন, উপরােক্ত আয়াতে গণনা দ্বারা শ্বাস প্রশ্বাসের গণনাই উদ্দেশ্য। (ইহইয়াউল উলুম, খন্ড-৪, পৃ-২০৫, দারে সাদির, বৈরুত)।

“ইয়ে শ্বাস কি মালা আব বছ টুটনে ওয়ালী হে, গাফলত ছে মগর দিল কিউ বেদার নিহি হােতা।” 

_______________

কিতাব: অমূল্য রত্ন

লেখক : আমীরে আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ বিলাল মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী রযবীয়া (দা.)

Post a Comment

নবীনতর পূর্বতন