দয়ালু হাতেম তাই

 

দয়ালু হাতেম তাই


হাতেম তাইকে নিয়ে অনেক গল্প আছে। তিনি ছিলেন একজন মহানুভব,পরোপকারী ব্যক্তি। গরিব-দুঃবীর বন্ধু। মানুষের জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করতে তিনি প্রত্তুত। মানুষের মুখে-সুখে ছিল হাতেম তাইয়ের গুণের কথা।


তারা ভাবত এরকম মহামানব দুনিয়াতে দুটি নেই। একদিন। কয়েকজন লোক গেল হাতেম তাঈয়ের সঙ্গে দেখা করতে। তারা

বলল আপনার চেয়ে হৃদয়বান ও গুণবান মানুষ পৃথিবীতে আর কেউ নেই।


হাতেম তাঈ বিনীতভাবে বলল- না, না, এই কথা ঠিক নয়। আমি একজন সামান্য মানুষ।আমার চেয়ে গুণবান ব্যক্তি অনেকে আছে।  আমরা তাদের দেখতে পাই না।

কৌতৃহলী লোকজন জানতে চাইল-

-কোথায় তারা?


সবখানেই আছেন তারা ।যেমন সামান্য একটা ঘটনার কথা বলছি তোমাদের_


একবার চল্লিশটা উট কোরবানি দিলাম আমি। সকলকেই দাওয়াত করলাম। আমির থেকে ফকির সবাই আমার নিমস্ত্রিত অতিথি ।


খানাপিনার ঢল বয়ে গেল আমার বাড়িতে৷

বিশেষ এক কাজে আমাকে কিছুক্ষণের জন্যে সেদিন বাইরে যেতে হয়েছিল। 


পথে যেতে যেতে নজরে পড়ল, একজন কাঠুরিয়া কাঠ কাটছে। তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কিহে ভাই, কাঠ কাটছ কেন? সেখানে গেলেই তো আজ খানা পাবে।


কাঠুরিয়া ক্লান্তভাবে আমার দিকে তাকাল এবং বলল আমি পরিশ্রম করে খাই।

যতদিন শরীরে শক্তি আছে ততদিন কাজ করে খাব । কোনো ব্যক্তির আতিথেয়তা বা অনুগ্রহ লাভ করে আমি বেঁচে থাকতে চাই না ।


হাতেম তাই তখন কৌতুহলী লোকগুলোর উদ্দেশে বললেন--এই যে একজন সামান্য কাঠুরিয়া, নিশ্চিতভাবে সে আমার চেয়ে অনেক বেশি গুণী ব্যক্তি। তার প্রতি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসে ।

___________

শেখ সাদীর গল্প

আমীরুল ইসলাম

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন