ভুল চিকিৎসা


ভুল চিকিৎসা


একজন লোকের চোখে অসুখ হয়েছে । সারাক্ষণ চোখ থেকে পানি ঝরে। জ্বালা-যন্ত্রণা হয়।একদিন সে এক পশু চিকিৎসকের কাছে গেল। তার অসুখের কথা সবিস্তারে বলল ।


চিকিৎসক সব শুনলেন। তারপর পশুদের চোখের ওষুধ দিলেন লোকটার চোখে। ভুল চিকিৎসায় বেচারা প্রায়-অন্ধ হয়ে গেল । রাগে-ক্ষোভে সে গেল কাজির কাছে।


আমি এর বিচার চাই ।


কাজি সব শুনে চিকিৎসককে কোনো সাজাই দিলেন না। বেকসুর খালাস করে দিলেন।


আর লোকটিকে বললেন_দোষ আপনার। আপনি কোন বুদ্ধিতে পশু-চিকিৎসকের কাছে গেলেন? আপনি কি একজন পশু? 

পশু-চিকিংসক আপনাকে পশু ভেবে চিকিৎসা করেছে। এর মধ্যে কোনো অন্যায় নেই ।

___________

শেখ সাদীর গল্প

আমীরুল ইসলাম

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন