দয়ালু বাদশাহ

 

দয়ালু বাদশাহ


সিরিয়া দেশের এক বাদশাহ ছিলেন ।


খুবই দয়ালু, নীভিবান ও ধর্মভীরু এক বাদশাহ। তিনি প্রজাদের খুব ভালোবাসতেন।প্রায় প্রতিদিন ছদ্মবেশে নগরভ্রমণে বেরোতেন তিনি। লুকিয়ে লুকিয়ে প্রজাদের সুখদুঃখের খবর নিতেন ।


একদিন ভোরবেলা ।


এক মসজিদের সামনে এসে দেখেন, দুইজন ভিক্ষুক মেঝেতে শুয়ে আছে। নিদারুণ শীতের রাত্রে তারা ভালোমতো ঘুমাতে পারেনি। তাদের না ছিল কন্বল, না ছিল লেপ-তোষক।তাদের একজন অন্যজনকে বলছে আমাদের দেশের বাদশাহ কতই-না আমোদে-প্রমোদে হাসিখেলায় দিন কাটাচ্ছেন । 


আমাদের মতো গরিব প্রজাদের খবর কি তিনি রাখেন? আমরা প্রতিদিন কতই-না কষ্ট করছি । রাজা কি তার খবর রাখেন?


আরেকজন বলল একদিন রাজাকে এইভাবে রাত্রিযাপন করানো উচিত । তাহলে তিনি বুঝতেন, গরিবের কত দুঃখ ।


লোক দুজন তারপর বাদশাহকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু করল । ছদ্মবেশে বাদশাহ সব শুনলেন।সমালোচনা একসময় এমন তীব্র হয়ে উঠল যে বাদশাহ আর বেশিক্ষণ সেখানে দীড়াতে পারলেন না। তিনি চলে গেলেন ।


ক্রমে সকাল হল।

আকাশ রাঙা করে সূর্য উঠল।

মানুষজন জেগে উঠল । শুরু হল সংসারের কাজ । বাদশাহ যথারীতি সিংহাসনে আরোহণ করলেন। তারপর ডেকে পাঠালেন সেই দুই ভিক্ষুককে। তারা ভয়ে ভয়ে কাপতে কাপতে দরবারে এসে হাজির।

বাদশাহ তাদেরকে সিংহাসনের পাশে বসতে বললেন । মূল্যবান খানাপিনা করালেন । টাকাকড়ি ও পোশাক-আশাক উপহার দিলেন ।


ভিক্ষুক দুজন তো অবাক!

কোন বাদশাহ'র মুখ দেখে আজ ঘ্বুম ভাঙল আমাদের! কোন আলো আজ লাগল চোখে । ভিক্ষুক দুজন কাতরভাবে জানতে চাইল-_রাজা, হঠাৎ করে আমাদের প্রতি এই অনুগ্রহের কারণ কী?


বাদশাহ হাসতে লাগলেন প্রফুল গোলাপের মতো । বললেন আমি তেমন বাদশাহ নই যে রাজত্বগৌরবে আমি গর্বিত । আমার প্রজাদের ব্যাপারে আমি উদাসীন নই। সেইজন্যে তোমাদের দুঃখ-দুর্দশা দূর

করলাম। আজ থেকে তোমরা আমার বন্ধু । তোমরা গতরাত্রে আমাকে নিয়ে সমালোচনা করছিলে । আমি নাকি দরিদ্র প্রজাদের খোঁজখবর রাখি না।


ভিক্ষুক দুইজন বাদশাহ'র এই কথায় ভারি লজ্জিত ও অপ্রস্তুত হয়ে পড়ল । বাদশাহ'র পায়ে লুটিয়ে পড়ে তারা ক্ষমা প্রার্থনা শুরু করল ।


বাদশাহ বললেন না, ক্ষমা প্রার্থনার কিছু নেই । আমি সিংহাসনে বসেছি প্রজাদের স্বার্থরক্ষার জন্যই । আমিও একজন দাস । আমি শুধু আমার কর্তব্য পালন করেছি। এর বেশিকিছু নয় । আমি তোমাদের দুঃখ-দুর্দশা দূর করতে পেরেছি এটাই আমার সান্ত্বনা ।

___________

শেখ সাদীর গল্প

আমীরুল ইসলাম

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন