৩৫ বছর বয়সে কাবা মেরামতের কাহিনী

 

৩৫ বছর বয়সে কাবা মেরামতের কাহিনী


রাসূলুল্লাহ (ﷺ) এর বয়স যখন ৩৫বছর, তখন কুরাইশরা কাবা ভেঙ্গে যাওয়ার আশংকা করলো ফলে সাদ বিন আস এর কৃত দাসকে তা পুনঃর্নিমানের আদেশ দিল। এ সময় রাসূলুল্লাহ (ﷺ) সেখানে উপস্থিত ছিলেন। তিনিও তাদের সঙ্গে কাবা মেরামতের কাজে পাথর স্থানান্তর করতে লাগলেন। তৎকালিন কুরাইশদের রীতি ছিল যে তারা পাথর স্থান্নান্তর করার সময় ঘাড়ের উপর তাদের লুঙ্গি বেধে রাখতো। তা দৃষ্টে রাসূলুল্লাহ (ﷺ) ও স্বীয় পরিদের কাপড় উত্তোলন করা মাত্র দাড়ানো থেকে পড়ে যান। কামুস গ্রন্থের বর্ণনানুযায়ি তৎক্ষনাত তাঁকে এ বলে ঘোষনা দেয়া হয় যে وعورتك হে মোহাম্মদ! আপনার লজ্জাস্থানের সংরক্ষন করুন। তা ছিল মোহাম্মদ (ﷺ) এর প্রতি নবূওত পূর্ববর্তী প্রথম ঘোষনা। এতদ্বদৃষ্টে খাজা আবু তালেব অথবা আব্বাস (رضي الله عنه) তাঁকে সম্বোধন করে বল্লেন, ভাতিজা আমাদের মত তুমিও স্বীয় পরিধেয় বস্ত্তু মস্তক র্পযন্ত উত্তোলন কর। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন كمااصابنى ما اصابنى الا من لتعرى আমাকে জাহেলিয়াতের কোন বিবস্রতাও নগ্নতা স্পর্শ করতে পারেনি।

_______________

আল মাওরিদুর রাভী ফি মাওলিদিন নাবাবী (ﷺ)

মূলঃ ইমাম নূরুদ্দীন মুল্লা আলী কারী আল হারুবী (رحمة الله)

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন