স্বয়ং বেহেস্তই আকৃষ্ট হয়
রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন-
ان الجنة تشتاق الى خمسة نفرتالى القرأن وحافظ للسل ن ومطعم الجيعان ومكس العريات ومن صلى على حبيب الرحمن
অর্থাৎ, পাঁচ প্রকার মানুষের প্রতি স্বয়ং বেহেশতই আকৃষ্ট হয়ে আছে :
১। কোরআন শরীফ তেলাওয়াকারী
২। নিজের জিহ্বাকে অনর্থক কথাবার্তা থেকে রক্ষাকারী।
৩। ক্ষুধার্থকে অন্নদানকারী।
৪। বস্ত্রহীনকে বস্ত্রদান এবং
৫। আল্লাহর প্রিয় হাবিবের প্রতি দরূদ পাঠকারী। সুবাহানাল্লাহ দরূদ
পাঠকারীর কত বড় মর্যাদা। (জিকরে এলাহি- ৯৮)।
________________
কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)
লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন