দরূদে গাউছিয়া

 

দরূদে গাউছিয়া :



اَلَّلهُمَّ صَلِّ عَلى سَيِّدِنَا وَمَوْلاَنَا مُحَمَّدٍ مَعْدَنِ الْجُوْدِ وَالْكَرَكِ وَاله وَبَارِكْ وَسَلِّم-


▪ বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা ছালি­আ'লা ছায়্যিদিনা ওয়ামাওলানা মুহাম্মাদিন মা’দানিল জুদি ওয়াল কারামি ওয়াআলিহি ওয়াবারিক ওয়াছালি­ম।



▪ ফযীলত : এই দরূদ শরীফ কমপক্ষে একবার পাঠ করলে ৭টি নেয়ামত পাবেন। যেমন- জিবীকার বরকত হবে, সমস্ত কাজ সহজ হবে।


মৃত্যুকালে কালেমা নসীব হবে, প্রাণবায়ু সহজে বের হবে, কবর প্রশস্ত হবে, কারো মুখাপেক্ষি থাকবে না। আল্লাহর সৃষ্টি তাকে ভালবাসবে।

________________

কিতাব :দরূদে মোস্তফা (দরূদ পাঠের উপকারিতা ও ফযিলত)

লেখক : মুহাম্মদ হোসাইন আহমেদ আলকাদেরী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন