সৎকাজের ফযীলত
** হুজ্জাতুল ইসলাম হযরত সায়্যিদুনা ইমাম মুহাম্মাদ গাযযালী রহমাতুল্লাহি আলাইহি," মুকাশাফাতুল কুলুব" এ বর্ণনা করেন,হযরত সায়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আরয করলেন হে আল্লাহ! যে আপন ভাইকে ডাকে,তাকে নেকীর নির্দেশ দেয় এবং মন্দ কাজ থেকে বাঁধা দেয়, তার জন্য কী প্রতিদান রয়েছে? বললেন," আমি তার প্রত্যেক কথার বিনিময়ে এক বছরের ইবাদতের সাওয়াব লিখে দেই এবং তাকে জাহান্নামের শাস্তি দিতে আমার লজ্জাবোধ হয়।( মুকাশাফাতুল কুলুব,পৃ:- ৪৮,বিসমিল্লাহর ফযীলত,পৃ:- ২৬)।
** হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন," যে ব্যক্তি আমার উম্মতের নিকট কোনো ইসলামী কথা পৌঁছিয়ে দেয়।যার মাধ্যমে সুন্নাত প্রতিষ্ঠিত হয় অথবা বদমাযহাবী দূর হয়। তাহলে সে জান্নাতী।( হিলইয়াতুল আওলিয়া,খন্ড - ১০ম,হাদীস নং- ১৪৪৬৬,পৃ:- ৪৫,ক্ষুধার ফযীলত,পৃ:- ১৮৩)।
** নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম বলেন," যে আল্লাহর ওয়াস্তে মসজিদ নির্মান করে,যদিও তা কাতাত পাখীর নীড়ের মত হয়,আল্লাহ তার জন্য জান্নাতের একটি প্রাসাদ নির্মান করেন। ( ইহইয়াউল উলুমুদ্দীন,পৃ:- ১৩৯)।
** হযরত আনাছ রদ্বিয়াল্লাহু আনহু
বলেন,যে লোক মসজিদে বাতি জ্বালায়,
বাতির আলো মসজিদে থাকা পর্যন্ত তার জন্য আরশবাহী ফেরেশতারা মাগফিরাত
কামনা করে।(ইহইয়াউল উলুমুদ্দীন,
পৃ:-১৪০)।
** হযরত আনাছ রদ্বিয়াল্লাহু আনহু,
রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন," হে আবু যর! আমি কি তোমাকে এমন দুটি স্বভাবের কথা বলে দিব না,যা বহন করা খুবই সহজ এবং মাপের পাল্লায় অতীব ভারী? আমি বললাম, জি হ্যাঁ; বলুন। তিনি বললেন: দীর্ঘ নিরবতা ও সচ্চরিত্রতা।সে সত্তার কসম! যাঁর হাতে আমার প্রাণ; বান্দার এ দুটি কাজের মত উত্তম কাজ আর নেই।( বায়হাকী শুআবুল ঈমান,
মিশকাত শরীফ,হাদীস নং- ৪৬৫৩,
পৃ:- ৬৮৩)।
** হযরত আনাছ রদ্বিয়াল্লাহু আনহু
বলেন,রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম বলেছেন," যে যুবক কোন বৃদ্ধকে
বার্ধক্যের কারণে সম্মান করবে,নিশ্চয় আল্লাহ তায়ালা তার বৃদ্ধাবস্থায় এমন লোকনিয়োজিত করবেন - যে তাকে সম্মান করবে।
(তিরমিযী শরীফ,মিশকাত শরীফ,হাদীস নং- ৪৭৫৪,পৃ:- ৬৯৬)।
__________________
ফয়যানে শরিয়ত ও মারফত (আমলের ভান্ডার)
লেখক : মুহাম্মাদ আবদুল কাদির মাহী
একটি মন্তব্য পোস্ট করুন