একটি কলিজা এবং একশ ত্রিশজন সাহাবী (رضي الله عنه)

 

সায়্যিদুনা আবদুর রহমান বিন আবু বকর সিদ্দিক

(رضي الله عنه)'র আক্বিদা



একটি কলিজা এবং একশ ত্রিশজন সাহাবী (رضي الله عنه)ঃ-


হযরত আবদুর রহমান বিন আবূ বাকর সিদ্দিক (رضي الله عنه) বর্ণনা করেন যে, রাসূল (ﷺ)’র সাথে আমরা একশ ত্রিশজন সাহাবী ছিলাম। রাসূল (ﷺ) জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কারো কাছে খাবার আছে কি?


আমাদের সাথে একলোক ছিল, যার কাছে এক সা (চার কি.গ্রা.) আটা আছে, আটাগুলো পিসা হল। অতঃপর এলোমেলো চুল ওয়ালা একজন লম্বা ব্যক্তি আসল, যে নিজের ছাগলগুলো চড়াচ্ছিল।


রাসূল (ﷺ) তাকে বললেন, এই বকরিগুলো বিক্রি করবে অথবা হাদিয়া দিবে? লোকটি বলল, “না” হাদিয়া দেব না বরং বিক্রি করবো।”


রাসূল (ﷺ) একটি বকরি ক্রয় করলেন। ছাগলটি জবেহ করে মাংশ তৈরী করা হল। নাবী কারিম (ﷺ) ছাগলের কলিজা ভুনা করার নির্দেশ দিলেন। হযরত আবদুর রাহমান (رضي الله عنه) বলেন-



وَايْمُ اللهِ، مَا مِنَ الثَّلَاثِينَ وَمِائَةٍ إِلَّا حَزَّ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حُزَّةً حُزَّةً مِنْ سَوَادِ بَطْنِهَا، إِنْ كَانَ شَاهِدًا أَعْطَاهُ، وَإِنْ كَانَ غَائِبًا خَبَأَ لَهُ



-‘‘আল্লাহর শপথ! রাসূল (ﷺ) এই একশ ত্রিশজন সাহাবিদের প্রত্যেককে এই কলিজা থেকে এক টুকরা করে দিয়েছেন। যারা উপস্থিত ছিলেন তাদেরকে টুকরা দিয়েছেন। আর যারা অনুপস্থিত ছিলেন তাদের জন্য কলিজার টুকরা রেখে দিলেন।’’



রাসূল (ﷺ) গোশতগুলোকে দুটি পেয়ালার মধ্যে রাখলেন। আমরা সবাই সেখান হতে খেলাম এবং পরিতৃপ্ত হলাম। ওই বাটিগুলোর মধ্যে খাবার পুণরায় পূর্ণ হয়ে গেল, আমি (আবদুর রাহমান বিন আবি বকর রাদ্বিআল্লাহু তা‘আলা আনহু) বাটিগুলোকে উটের ওপর রাখলাম।  ২২৪


{২২৪. সহীহ মুসলিম শরীফ, ৩/১৬২৬ পৃ. হা/২০৫৬, ইমাম বুখারী, আস-সহীহ, ৭/৬৯ পৃ. হা/৫৩৮২, পরিচ্ছেদ: بَابُ مَنْ أَكَلَ حَتَّى شَبِعَ , মুসনাদে আহমদ, ৩/২৩১ পৃ. হা/১৭০৩, বায়হাকী, আস-সুনানুল কোবরা, ৯/৩৬১ পৃ. হা/১৮৭৮৯, মুসনাদে বায্যার, হা/২২৬৪, ইবনে আছির, জামেউল উসূল, ১১/৩৬২ পৃ. হা/৮৯১২}



আক্বিদা


রাসূল (ﷺ)’র সত্তাই হল উপকার দানকারী। তাঁকে আল্লাহ তা‘আলা এমন সম্মান এবং শক্তি দান করেছেন যে, অল্প বস্তুকে তিনি অধিক করতে পারেন, এরূপ তাঁর কোটি কোটি মু‘জিযা রয়েছে।

____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন