অদৃশ্যের সংবাদ দান

 

সায়্যিদুনা ইমরান বিন হুসাইন (رضي الله عنه)'র আক্বিদা


অদৃশ্যের সংবাদ দান


সায়্যিদুনা ইমরান বিন হুসাইন (رضي الله عنه) বর্ণনা করেন যে, রাসূলে কারিম (ﷺ) ইরশাদ করেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি আমার বন্ধু। তারপর যারা এদের নিকটতম। এরপর ঐসব লোক যারা এদের নিকটতম, অতঃপর এমন ব্যক্তিবর্গ যারা তাদের নিকটতম।



❏হযরত ইমরান (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) দুই অথবা তিনবার বলার পর বলেন-



ثُمَّ يَكُونُ بَعْدَهُمْ قَوْمٌ يَشْهَدُونَ وَلاَ يُسْتَشْهَدُونَ، وَيَخُونُونَ وَلاَ يُؤْتَمَنُونَ، وَيَنْذُرُونَ وَلاَ يَفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ



-‘‘তারপর এদের পর এমন সব লোক আসবে যারা সাক্ষ্য দানের চাহিদা ছাড়াই সাক্ষ্য দেবে, খিয়ানত করবে, আমানতদার হবে না, তারা মান্নাত করবে তবে তা পূর্ণ করবে না।’’ ২৬৪


{২৬৪.


ক. সহীহ মুসলিম, ৪/১৯৬৪ পৃ. হা/২৫৩৫, بَابُ فَضْلِ الصَّحَابَةِ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ


খ. ইমাম বুখারী, আস-সহীহ, ৮/৯১ পৃ. হা/৬৪২৮, পরিচ্ছেদ: بَابُ مَا يُحْذَرُ مِنْ زَهَرَةِ الدُّنْيَا وَالتَّنَافُسِ فِيهَا,


গ. ইমাম আবু দাউদ, আস-সুনান, ৪/২১৪ পৃ. হা/৪৬৫৭, পরিচ্ছেদ: بَابٌ فِي فَضْلِ أَصْحَابِ رَسُولِ اللَّهِ }



আক্বিদা


রাসূলে পাক (ﷺ) কে আল্লাহ তা‘আলা গায়বের ইল্ম দান করেছেন। এজন্যই তিনি দূরবর্তী ভবিষ্যতের অবস্থা বর্ণনা করেছেন। আর তিনি যেরূপ বলেছেন এমনটিই হচ্ছে।

____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন