❏ প্রশ্ন : রাসূলুল্লাহ (ﷺ) এর কতগুলি স্থান আছে?
✍ জবাব : حامدا ومصليا ومسلما রাসূলুল্লাহ (ﷺ) এর সাতটি স্থান আছে। (১) তারকা (২) হযরত আদম আ.র পিঠ, (৩) পিতা আব্দুল্লাহর পিঠ, (৪) মা আমেনার পেট, (৫) সর্বোচ্চ জান্নাত, (৬) সাগরের ফল, (৭) প্রত্যেক মুসলমানের অন্তর।
প্রেমাষ্পদ থাকে প্রত্যেক প্রেমিকের অন্তরে। (হুজ্জাতুল ইসলাম : ৮)
স্মার্তব্য, মাজলিসে মুহাম্মাদী (ﷺ) এর দ্বারা নয়টি স্তর অর্জন হয়। (১) আযল, (২) আবদ, (৩) দুনিয়া। এরপর দুনিয়াতে চারটি স্তর অর্জন হবে। (১) মদীনার হেরেমে পবিত্র রওযার মজলিসে। (২) কা‘বার হেরেমে। আর দুটি স্তর আসমানের উপর। আরশের মজলিসের উপস্থিতির ক্ষেত্রে পরপূর্ণ হলো ঐ ব্যক্তি যে, মুহাম্মাদী সংশ্রবের সঙ্গি।
আরেকটি গভীর সাগরে। যাকে তাওহীদের সাগর বলে। যা খোদাই নূরে পরিপূর্ণ। আরেকটি মাজলিসে মুহাম্মাদী (ﷺ) লা মাকানে (স্থান বিহীন) আছে। যার দৃষ্টান্ত পেশ করা যাবে না। এটা لا إله الا الله محمد رسول الله এর অযিফা আদায়ের দ্বারা অর্জন হয়। এর মধ্যে বান্দা এমন বিলীন হয়ে যায়, কেমন যেন মৃত। সারকথা উল্লিখিত স্তর একের পর এক মাজলিসে মুহাম্মাদী অর্জন হয়।
হারামে মদীনা, পবিত্র হারামে কা‘বা বা আরাফার পাহাড়, যা লাব্বাইক কবুল হওয়ার স্থান। আরশের উপর আরেকটি। অর্থাৎ যা দুই কামানের দুরত্ব। জান্নাত, যেখানে পবিত্র হাতে হাউযে কাওসার পান করতে থাকবে। সব্বোর্চ স্তর হলো, আল্লাহর দীদারের নূরের মধ্যে ডুব দেওয়া। যে নিজে নিজে বিলীন হয়ে যাবে। পরিপূর্ণ মুরশিদের মাধ্যমে মাজলিসে মুহাম্মাদী অর্জন হয়। তাদের অন্তর মোস্তফা (ﷺ) এর স্থান। (শামসুল আরেফীন : ৫৪)।
______________
ফতোয়ায়ে আজিজিয়া (১ম খন্ড) [অসম্পূর্ণ]
মূলঃ আল্লামা আজিজুল হক আল কাদেরী (رحمة الله)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন