❏ আমাদের কতিপয় লোক এ বিষয়টির হাদিসকে না জেনে সহীহ বলে থাকেন, অথচ এ বিষয়ের হাদিসের কোনো সনদই নেই। এ প্রসঙ্গে আল্লামা আজলূনী (رحمة الله) বলেন-
قَالَ الصَّغَانِیۡ مَوۡضُوۡعُ بِاتَّفَاتٌ وَتَقَدَّمُ بِابَسَطَ فِیۡ اِنَّ اللہ کَمَا خَلَقَ الۡعَقۡلُ
‘‘ইমাম সাগানী (رحمة الله) বলেন, উক্ত হাদিসটি যে জাল বা বানোয়াট এ ব্যাপারে সকল মুহাদ্দিস ঐক্যমত্য হয়েছেন। ১৫৭
➥{আল্লামা আজলূনী : কাশফুল খাফা : ১/২৩৬ : হা/৮২২}
❏ ইমাম সাখাভী ও ইমাম আজলূনী আরও বলেন :
قَالَ : اِبۡنِ تَیۡمِیَّةُ وَتَعۡبَعَهُ غَیۡرِہُ : اِنَّه کَذابَ مَوۡضُوۡعُ بِاتَّفَاقٌ
ইবনে তাইমিয়া কঠিনভাবে উক্ত হাদিসের প্রতিবাদ করে বলেন, নিশ্চয় এটা মিথ্যা, বানোয়াট এই বিষয়ে সবাই ঐক্যমত্য হয়েছেন। ১৫৮
➥{ইমাম সাখাভী : মাকাসিদুল হাসানা : ১৪২ পৃ: হা/২৩৩, আল্লামা আজলূনী : কাশফুল খাফা : ১/২১১ হা/৭২২}
যেহেতু আহলে হাদিসের গুরুও জাল বলেছে তাতে আর সন্দেহ রইলো না হাদিসটি জাল।
❏ আল্লামা আজলূনী (رحمة الله) আরও বলেন :
وَقَالَ الۡحَافِظُ اِبۡنَ حَجَرُ : وَالۡوَارَدَ فِیۡ اَوَّلُ مَا خَلَقَ اللہُ الۡقَلَمُ ، وَهُوَ اثۡبَتُ مِنَ حَدِیۡثُ الۡعَقۡلُ
-“আল্লামা ইবনে হাজার আসকালানী (رحمة الله) বলেন : (দুটি হাদিস কলম আর আকলের) এ দুটি সৃষ্টির মধ্যে সর্ব প্রথম কলমই সৃষ্টি তা ছাবেত বা দৃঢ়ভাবে প্রমাণিত অর্থাৎ আকল নয়। ১৫৯
➥{আল্লামা আজলূনী : কাশফুল খাফা : ১/২১১ : হা/৭২২, আল্লামা মোল্লা আলী ক্বারী : আসারুল মারফ‚আ : ১২৪ এবং ২৮৬ পৃ., আল্লামা তাহের পাটনী : তাযকিরাতুল মওদ্বুআত : ২৮ পৃ.}
❏ আল্লামা আজলূনী (رحمة الله) সর্বশেষ বলেন- وَلَا اَعْلَمُ لَه اَصْلًا -“এটার কোন ভিত্তি আছে বলে আমার জানা নাই। ১৬০
➥{আল্লামা আজলূনী : কাশফুল খাফা : ১/২১১ : হা/৭২২}।
━━━━━━━━━━━━━━━━
🌍 তথ্যসূত্রঃ [শহিদুল্লাহ বাহাদুর গ্রন্থসমগ্র এপ্স]
ডাউনলোড লিংকঃ bit.ly/Sohidullah
অথবা, এপ্সটি পেতে প্লে স্টোরে সার্চ করুন।
একটি মন্তব্য পোস্ট করুন