আহলে হাদিসদের তথাকথিত শায়খ আলবানী তার “সিলসিলাতুল আহাদিসিদ দ্বঈফাহ ওয়াল মাওদ্বুআহ” গ্রন্থের ১৭২৯ নং হাদিসে উক্ত হাদিসকে জাল বলেছেন।
ইমাম ইবনে আসাকীর ও ইমাম দায়লামী (رحمة الله) সংকলন করেন-
هِشَامِ بْنِ عروة عن أبيه عن عائشة رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ ذِكْرٌ عَلَى عِبَادَةٍ
-‘হযরত আয়েশা (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন, হযরত আলী (رضي الله عنه) এর যিকির বা জীবনী আলোচনা হল ইবাদতের অর্ন্তভুক্ত।’’ ১৩
১৩. ইমাম ইবনে আসাকীর, তারিখে দামেস্ক, ৪২/৩৫৬ পৃ., ইমাম সূয়তী : জামেউস সগীর : ১/৬৬৫ : হা/৪৩৩২, আল্লামা মুত্তাকী হিন্দী : কানযুল উম্মাল : ১১/৬০০ পৃ. হা/৩২৮৯৪, ইমাম দায়লামী : আল-ফিরদাউস: ২/২৪৪ পৃ. হাদিস, ৩১৫১, ইমাম সূয়তী : জামিউল আহাদিস, ৪/৩৭৭ পৃ. হা/১২২৭৬, শায়খ ইউসুফ নাবহানী, ফতহুল কাবীর, ২/১১৫ পৃ. হাদিস, ৬৪৬, ইমাম ইবনে সালেহ শামী, সবলুল হুদা ওয়ার রাশাদ, ১১/২৯৩ পৃ., ইবনে কাসির, আল-বেদায়া ওয়ান নিহায়া, ৭/৩৯৪ পৃ.,
পর্যালোচনা:
আল্লামা সান‘আনী (رحمة الله) বলেন, হাদিসটির সনদে দুর্বল রাবী ‘হাসান বিন ছাবের কাসায়ী’ রাবী রয়েছেন তাই তিনি এটিকে দুর্বল বলেছেন।
(আল্লামা সান‘আনী, তানভীর, ৬/১৭৬ পৃ., মানাভী, ফয়যুল ক্বাদীর, ৩/৫৬৫ পৃ. হা/৪৩৩২)
এ হাদিসকে আলবানী অতি বাড়াবাড়ি করে একে জাল বলেছেন।
━━━━━━━━━━━━━━━━
🌍 তথ্যসূত্রঃ [শহিদুল্লাহ বাহাদুর গ্রন্থসমগ্র এপ্স]
ডাউনলোড লিংকঃ bit.ly/Sohidullah
অথবা, এপ্সটি পেতে প্লে স্টোরে সার্চ করুন।
একটি মন্তব্য পোস্ট করুন