গোসলখানা সবচেয়ে খারাপ স্থান

16 - بَابُ مَا جَاءَ فِي بِئْسَ البْيْتِ الْـحَمَّامِ
76 - أَبُوْ حَنِيْفَةَ: عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ: قَالَ رَسُوْلُ اللهِ : «بِئْسَ الْبَيْتُ الْـحَمَّامُ، هُوَ بَيْتٌ لَا يَسْتُرُ، وَمَاءٌ لَا يُطَهِّرُ».

বাব নং ৩১.১৬. গোসলখানা সবচেয়ে খারাপ স্থান

৭৬. অনুবাদ: ইমাম আবু হানিফা আতা থেকে, তিনি হযরত আয়েশা (رضي الله عنه) থেকে, বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ)  এরশাদ করেন, গোসলখানা সবচেয়ে নিকৃষ্ট স্থান। এটি এমন স্থান যেখানে পর্দাহীনতা রয়েছে এবং যেখানকার পানি অপবিত্র। (প্রাগুক্ত, ৪০/২৯৩/৪৪৯৬১)।
পূর্বে আরব দেশে ক্ষুদ্র পরিসরের গোসলখানার প্রচলন ছিল। লোকজন উলঙ্গ হয়ে এর থেকে পানি নিয়ে গোসল করত। পানি নাপাক হয়ে যেত। তাই গোসলখানাকে নিকৃষ্টস্থান বলা হয়েছে। যদি গোসলখানায় পবিত্র পানির ব্যবস্থা করা যায় এবং গুপ্তস্থান খুলে না যায় অর্থাৎ যদি পর্দার ব্যবস্থা থাকে তবে গোসলখানা ব্যবহারে কোন অসুবিধা নেই।
++++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা 
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]
ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন