❏ বিষয় নং-৯: আল্লাহর ওলীদেরকে ডাকা:
আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله)’র আক্বিদা:
হিসনে হাসীন এর ব্যাখ্যা গ্রন্থ “হারজে ছামিন” এ আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله) এই হাদীসের ব্যাখ্যায় বলেন-
قَالَ بَعْضُ الْعُلَمَاءِ الثِّقَاتِ: هَذَا حَدِيثٌ حَسَنٌ يَحْتَاجُ إِلَيْهِ الْمُسَافِرُونَ وَرُوِىَ عَنِ الْمَشَائِخِ اَنَّهُ مُجَرَّبُ مُحَقَّقٌ
-‘‘অনেক বিশ্বস্ত আলেম বলেন, এই হাদীস খানা ‘হাসান’। মুসাফিরদের এরূপ অনেক হাজত থাকে। আর মাশায়েখে কেরামগণ বলেন, এই হাদিস খানা পরীক্ষিত।’’ ১১৮
১১৮. মোল্লা আলী ক্বারী, মেরকাত, ৪/১৬৯৩ পৃ. হা/২৪৪১)
++++++++
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?
মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।
ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর
একটি মন্তব্য পোস্ট করুন