তালাক নিয়ে কৌতুক করা


১১- كِتَابُ الطَّلَاقِ

১- بَابُ مَا جَاءَ فِي الْـهَزْلِ فِي الطَّلَاقِ

٢٨٥- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ عَطَاءٍ، عَنْ يُوْسُفَ بْنِ مَاهِكَ، عَنْ أَبِيْ هُرَيْرَةَ ، أَنَّ رَسُوْلَ اللهِ  قَالَ: ثَلَاثَةٌ جِدُّهُنَّ وَهَزْلُـهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ.

১১. তালাক অধ্যায়

বাব নং ১৩৪. ১. তালাক নিয়ে কৌতুক করা প্রসঙ্গে

২৮৫. অনুবাদ: ইমাম আবু হানিফা আতা থেকে, তিনি ইউসূফ ইবনে মাহেক থেকে, তিনি আবু হোরায়রা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ)  এরশাদ করেন, তালাক, নিকাহ ও রাজায়াত এই তিনটি এমন বস্তু যে, এগুলোর বাস্তব তো বাস্তবই এবং কৌতুকও বাস্তব। (অর্থাৎ এগুলো কৌতুক করে বললেও বাস্তবায়ন হয়ে যাবে।)(দারেকুতুনী, ৩/২৫৭/৪৭)।
++++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]
ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন