হযরত যুবায়ের (رضي الله عنه)’র ফযীলত


৭- بَابُ مَا جَاءَ فِي فَضْلِ الزُّبَيْرِ

٣٧١- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ مُحَمَّدِ بْنِ الْـمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ ، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ : مَنْ يَأْتِيْنَا بِالْـخَبَرِ؟ لَيْلَةَ الْأَحْزَابِ ، فَيَنْطَلِقُ الزُّبَيْرُ فَيَأْتِيْهِ بِالْـخَبَرِ، كَانَ ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ النَّبِيُّ : لِكُلِّ نَبِيٍّ حَوَارِيٌّ، وَحَوَاريِّي الزُّبَيْرُ .

বাব নং ১৮৯.৭. হযরত যুবায়ের (رضي الله عنه)’র ফযীলত

৩৭১. অনুবাদ. ইমাম আবু হানিফা মুহাম্মদ ইবনে মুনকাদির থেকে, তিনি জাবির (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ)  খন্দকের যুদ্ধের সময় এক রাতে বলেন, আমাদের নিকট প্রতিপক্ষের সংবাদ কে নিয়ে আসবে? অতঃপর হযরত যুবাইর (رضي الله عنه) যেতেন এবং সংবাদ নিয়ে আসতেন। এভাবে তিনবার হয়েছিল। তারপর নবী করমি (ﷺ)  এরশাদ করেন, প্রত্যেক নবীর জন্য একজন হাওয়ারী (বিশেষ বন্ধু বা সাহায্যকারী) থাকে আর আমার হাওয়ারী হলো যুবাইর। (তিরমিযী, ৫/৬৪৬/৩৭৪৫)।
++++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা 
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]
ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।

Post a Comment

নবীনতর পূর্বতন