আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?


❏ বিষয় নং-৯: আল্লাহর ওলীদেরকে ডাকা:

ইমাম ইবনে হাজার মক্কী (رحمة الله)’এর আক্বিদা:

যিনি দেওবন্দীদের দৃষ্টিতেও গ্রহণযোগ্য ছিলেন, তিনি তাঁর ফাতওয়ার মধ্যে বলেন,

وَمن نفعهم لِلْخلقِ أَن بركتهم تغيث الْعباد وَيدْفَع بهَا الْفساد وَإِلَّا لفسدت الأَرْض

-‘‘আল্লাহর ওলীগণের উপকারের মধ্যে অন্যতম হলো তাদের বরকতে মানুষের উপর বৃষ্টি বর্ষণ হয় এবং সমস্যা দূর হয়, অন্যথায় যমিন ধ্বংস হতো।’’ (ইবনে হাজার মক্কী, ফাতওয়ায়ে হাদিসিয়্যাহ, ২২১ পৃ.)।

+++++++++
আহলে সুন্নাত ওয়াল জাম‘আত কারা?

মূল: আল্লামা আবুল হামেদ মুহাম্মদ জিয়াউল্লাহ কাদেরী আশরাফী (رحمة الله)।

ভাষান্তর
মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
বিএ অনার্স ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

সম্পাদনায়, তাখরীজ, প্রকাশক:
মাওলানা মুহাম্মদ শহিদুল্লাহ বাহাদুর

Post a Comment

নবীনতর পূর্বতন