১৮- كِتَابُ الرِّهْنِ
১- بَابٌ
٣٤٨- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيْمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُوْلَ اللهِ اشْتَرَىٰ مِنَ الْيَهُوْدِيِّ طَعَامًا، وَرَهَنَهُ دِرْعًا
১৮. বন্ধক অধ্যায়,বাব নং ১৮০. ১.
৩৪৮.অনুবাদ: ইমাম আবু হানিফা হাম্মাদ থেকে, তিনি ইব্রাহীম থেকে, তিনি আসওয়াদ থেকে, তিনি আয়েশা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) এক ইহুদী থেকে কিছু খাদ্য দ্রব্য ক্রয় করেন এবং তিনি তার কাছে লৌহ বর্ম বন্ধক রাখেন।
(বুখারী, ২/৮৮৭/২৩৭৪)।
+++++++++
কিতাবঃ শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা
[ইমাম আবু হানিফা (রহ.) এর সংকলিত কিতাব মুসনাদে ইমামে আজমের ব্যাখ্যাগ্রন্থ]
ব্যাখ্যাকারঃ হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষকঃ
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
ষোলশহর, চট্টগ্রাম।
একটি মন্তব্য পোস্ট করুন