নবীজির মু'জিযা
(২৩)
--------------
হাতের স্পর্শে শ্রেষ্ঠ সুগন্ধি লাভ-
-------------------
❏ ইমাম তাবরানী (رحمة الله) উত্তম সনদের ও ইমাম বায়হাকী উতবা ইবনে ফারকাদ (رضي الله عنه) এর স্ত্রী উম্মে আসেম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, উতবা’র নিকট আমরা চার জন স্ত্রী ছিলাম। আমরা প্রত্যেকেই ভাল মানের সুগন্ধি ব্যবহার করতাম এবং আমাদের প্রত্যেকেই চাইতাে যে, অপরের চেয়ে তার সুগন্ধিই উত্তম হােক। অর্থাৎ উত্তম সুগন্ধি ব্যবহারে প্রতিযােগীতা করতাম। অথচ উতবা সুগন্ধি স্পর্শও করতােনা কিন্তু আমাদের সকলের চেয়ে তার সুগন্ধি ছিল বেশী। যখন তিনি লােকসমাগমে বসতেন তখন সবাই তার সুগন্ধির প্রসংশা করতাে। আমরা তার এই সুগন্ধির কারণ জানতে চাইলে তিনি বলেন, রাসূল (ﷺ)এর যামানায় আমার শরীরে এক প্রকারের রােগ হয়েছিল।
এই রােগের অভিযােগ নিয়ে আমি তাঁর কাছে গেলাম। তিনি আমাকে জামা খুলতে বললে আমি জামা খুলে খালি গায়ে তাঁর সামনে বসলাম। তিনি তাঁর হাত মােবারকে ফুক দিয়ে হাত আমার পেট ও পিঠে মালিশ করেছিলেন। ঐ দিন থেকে এই সুগন্ধি আমার থেকে
প্রকাশিত হয়ে আসছে।
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান
(২৩)
--------------
হাতের স্পর্শে শ্রেষ্ঠ সুগন্ধি লাভ-
-------------------
❏ ইমাম তাবরানী (رحمة الله) উত্তম সনদের ও ইমাম বায়হাকী উতবা ইবনে ফারকাদ (رضي الله عنه) এর স্ত্রী উম্মে আসেম (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, উতবা’র নিকট আমরা চার জন স্ত্রী ছিলাম। আমরা প্রত্যেকেই ভাল মানের সুগন্ধি ব্যবহার করতাম এবং আমাদের প্রত্যেকেই চাইতাে যে, অপরের চেয়ে তার সুগন্ধিই উত্তম হােক। অর্থাৎ উত্তম সুগন্ধি ব্যবহারে প্রতিযােগীতা করতাম। অথচ উতবা সুগন্ধি স্পর্শও করতােনা কিন্তু আমাদের সকলের চেয়ে তার সুগন্ধি ছিল বেশী। যখন তিনি লােকসমাগমে বসতেন তখন সবাই তার সুগন্ধির প্রসংশা করতাে। আমরা তার এই সুগন্ধির কারণ জানতে চাইলে তিনি বলেন, রাসূল (ﷺ)এর যামানায় আমার শরীরে এক প্রকারের রােগ হয়েছিল।
এই রােগের অভিযােগ নিয়ে আমি তাঁর কাছে গেলাম। তিনি আমাকে জামা খুলতে বললে আমি জামা খুলে খালি গায়ে তাঁর সামনে বসলাম। তিনি তাঁর হাত মােবারকে ফুক দিয়ে হাত আমার পেট ও পিঠে মালিশ করেছিলেন। ঐ দিন থেকে এই সুগন্ধি আমার থেকে
প্রকাশিত হয়ে আসছে।
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি বইসমগ্র
এপ্স টি তে রয়েছে
চল্লিশ হাদিস দ্বারা মদীনা শরীফের ফযিলত,
শরহে মুসনাদে ইমাম আ‘যম আবু হানিফা(رحمة الله) ও
বিষয় ভিত্তিক মুজিযাতুর রাসূল (ﷺ)
👉https://play.google.com/store/apps/details?id=sunniencyclopedia.blogspot.com.usmangoniall
🌬যাজাকাল্লাহু খাইরান
একটি মন্তব্য পোস্ট করুন