মানুষের শ্বাস থেকে ফেরেস্তা সৃষ্টি ও তাদের প্রকারভেদ


মানুষের শ্বাস থেকে ফেরেস্তা সৃষ্টি ও তাদের প্রকারভেদ



(১৮) ইমাম আরেফ বিল্লাহ সৈয়দী আবদুল ওয়াহাব শারানী  (رحمة الله) মীযানুশ শরীয়াতুল কুবরায় বলেনঃ 


اقوى الملائكة واشدهم حياء من مكان مخلوقا من انفاس النساء


অর্থাৎ মানুষের শ্বাস থেকেও ফেরেস্তা সৃষ্টি হয়। আর তম্মধ্যে শক্তিশালী ও অধিক লজ্জাশীল হয় তারাই, যাদেরকে মহিলাদের শ্বাস থেকে সৃষ্টি করা হয়।



▪ মহিলাদের শ্বাস থেকে ফেরেস্তা সৃষ্টি সম্পর্কিত বর্ণনা ‘ফতুহাত শরীফেও ওয়েছে।



এ আঠারটি হাদীস ও বাণী যেগুলােতে ফেরেস্তা সৃষ্টির বিভিন্ন পদ্ধতি বর্ণিত হয়েছে। 



এ থেকে প্রমাণিত হয় যে, ফেরেস্তা দৈনিক প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে এবং এদের সৃষ্টির সিলসিলাহ্ জারী রয়েছে। দৈনিক কতই না অগণিত ফেরেস্তা সৃষ্টি হয় সেগুলাের পরিসংখ্যান সম্পর্কে সৃষ্টিকর্তাই অধিক জ্ঞাত।



▪ আমি (আহমদ রেজাখান) বলছি,


اغرب القلثانی فزعم أن ملائكة الارض والجو مركبة من الطباع الأربع واشار ان لهم في أجسامهم دما مسفوحا قال في البواقيت قال بعضهم ولعل مراده بهؤلاء الملائكة القاطنين من السماع والارض نوع من الجن سماهم ملاٸکة اصطلاحا له اه ، قلت ومثله غرابا عن ابن عباس رضی الله تعالى عنهما ان من الملائكة قربا يتوالدون يقال لهم الجن ومنهم ابليس کما نقله فی ارشاه الساری وانت تعلم أن عقيدة أهل السنة في الملائكة تنزلهم عن الذكوره والانوثة فان اتوالد واحسن محامله هو مامرمن تسمیة بعض الجن ملکا، واللّٰه تعالی اعلم  


অর্থাৎ


▪ কুলসানী  (رحمة الله) বর্ণনা করেন, জমিন এবং আসমানের ফেরেস্তা চারটি স্বভাব দ্বারা সংমিশ্রিত। তিনি ইঙ্গিত করেন, তাদের শরীরে প্রবাহিত রয়েছে রক্ত।



▪ ‘ইওয়াক্কীত গ্রন্থে বলেন, কতেক মােহাদ্দেসীনে কিরাম বর্ণনা করেন, "সম্ভবত এর মর্মার্থ হলাে, যারা আসমান ও জমিনের প্রতিদ্বন্দ্বী ফেরেস্তা। যারা জ্বিনের একটি শ্রেণী। পরিভাষায় যাদের আমরা বলি ফেরেস্তা'।



▪ আমি (আহমদ রেযা খান) বলছি, 


এরই অনুরূপ হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত আছে। (তারা) সন্তান জন্মদানের কাছাকাছি, তাদের বলা হয় জ্বিন। ইবলিসও এরই অন্তর্ভূক্ত। যেমনঃ



▪ ইরশাদুস সারী (শরহে বুখারী) তে বর্ণিত হয়েছে, আপনারা জেনেছেন যে,


ফেরেস্তা সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলাে, তারা পুরুষ মহিলা হওয়া থেকে পবিত্র। কেননা- তাদের জন্মদান, উত্তম গর্ভপাত, কতেক জ্বিন ফেরেস্তার নিদর্শন হওয়া সম্পর্কে বর্ণনা অতিবাহিত হয়েছে। আল্লাহই অধিক অভিজ্ঞ।

_____________

কিতাবঃ ফেরেস্তা সৃষ্টির ইতিবৃত্ত [আল হেদায়াতুল মােবারাকা ফী তাখলীকে মালায়েকা"র বাংলা রূপ]

মূলঃ ইমাম আহমদ রেযা খান বেরলভী (রঃ)

অনুবাদঃ আবু সাঈদ ইউসুফ জিলানী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন