নূর ও অন্ধকার মিশ্রণ থেকে ফেরেস্তার সৃষ্টি

 

নূর ও অন্ধকার মিশ্রণ থেকে ফেরেস্তার সৃষ্টি



(৮) সৈয়দী শেখ আকবর মুহিউল মিল্লাত ওয়াদ্দীন ইবনে আরাবী  (رحمة الله) বলেন-


“আল্লাহ তায়ালা নূরের একটি তাজাল্লী বর্ষণ করেন অতঃপর অন্ধকার সৃষ্টি করেন। অন্ধকারের উপর ঐ নূরের ফটো স্থাপন করেন। এ থেকে আরশ প্রকাশ পায়। অতঃপর এ মিলিত নূর থেকে যা ভােরের জ্যোতি ও আলাের ন্যায় ছিলো, যাতে রাত্রের অন্ধকার মিশ্রিত থাকে, ঐসব ফেরেস্তা সৃষ্টি করেন, যারা আরশের আশে পাশে রয়েছেন। অতঃপর কুরসী সৃষ্টি করেন। আর এতে এর স্বভাবজাত বৈশিষ্ট্য দ্বারা ফেরেস্তা সৃষ্টি করেন।



▪ এটা ফতুহাতে মক্কীয়ার' ত্রয়ােদশ অধ্যায়ে উল্লেখ আছে।


▪ ইমাম শা'রাণী (রহঃ)'ও ‘আল ইয়াওয়াকীত ওয়াল জাওয়াহীর' গ্রন্থে এটা উল্লেখ করেছেন।_____________

কিতাবঃ ফেরেস্তা সৃষ্টির ইতিবৃত্ত [আল হেদায়াতুল মােবারাকা ফী তাখলীকে মালায়েকা"র বাংলা রূপ]

মূলঃ ইমাম আহমদ রেযা খান বেরলভী (রঃ)

অনুবাদঃ আবু সাঈদ ইউসুফ জিলানী

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন